Social Icons

Saturday, January 27, 2018

নামাজ ত্যাগ করার ভয়াবহতা

প্রত্যেক বালিগ (প্রাপ্তবয়স্ক), আকিল (বুদ্ধিমান) এবং হায়িজ ও নিফাস থেকে পবিত্র মুসলিম নর-নারীর উপর নির্ধারিত সময়ে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান বা ইবাদত।

অপ্রাপ্তবয়স্ক, পাগল এবং ঋতুমতী নারীর উপর নামাজ ফরজ নয়। এছাড়া কোনো কাফির মুসলমান হলে, নাবালিগ (অপ্রাপ্তবয়স্ক) বালিগ (প্রাপ্তবয়স্ক) হলে, পাগল সুস্থ হলে এবং কোনো নারী হায়িজ ও নিফাস থেকে পবিত্র হওয়ার পর তাকবিরে তাহরিমা বাঁধার সময় বাকী থাকলে সে ওয়াক্তের নামাজ আদায় করো তার উপর ফরজ। আর যদি কেউ নামাজের শেষ ওয়াক্তে পাগল হলো, শেষ ওয়াক্তে কোনো নারীর হায়িজ-নিফাস আসলো এমতাবস্থায় সর্বসম্মতিক্রমে ঐ ওয়াক্তের নামাজ আদায় করা তার উপর ফরজ নয়।
নামাজ ত্যাগ করা গুনাহে কবীরা। হাদীসে নামাজ ত্যাগকারীর প্রতি কঠিন হুঁশিয়ারী উচ্চারণ করা হয়েছে। হজরত জাবির (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (সা.) ইরশাদ করেন, মুমিন বান্দা ও কুফরীর মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। (বোখারী)
অর্থাৎ নামাজ ত্যাগ করাই প্রমাণ করে যে, কে আল্লাহর বান্দা এবং কে আল্লাহকে অস্বীকারকারী কাফির। অন্য হাদীসে আছে, রাসূলুল্লাহ্ (সা.) ইরশাদ করেন, যে ব্যক্তি নামাজ আদায় করে না, দীন ইসলামে তার কোনো অংশ নেই। (বোখারী ও মুসলিম)
বেনামাজি ব্যক্তি কিয়ামতের দিন চরমভাবে লাঞ্ছিত ও অপদস্থ হবে।
এ সম্বন্ধে পবিত্র কুরআন মজীদে ইরশাদ রয়েছে, স্মরণ কর, সেই চরম সংকটের দিনের কথা, যেদিন তাদেরকে আহবান করা হবে সিজদা করার জন্য; কিন্তু তারা তা করতে সক্ষম হবে না। তাদের সৃষ্টি অবনত, হীনতা তাদেরকে আচ্ছন্ন করবে। অথচ যখন তারা নিরাপদ ছিল তখন তো তাদেরকে আহবান করা হয়েছিল সিজদা করতে। (সূরা কালাম, ৬৮ : ৪২-৪৩)
আলোচ্য আয়াতের সারমর্ম হলো, কিয়ামতের দিন যখন সর্বকালের সকল মানুষ ময়দানে হাশরে সমবেত থাকবে তখন আল্লাহ্ তাআলার এক বিশেষ তাজাল্লী প্রকাশিত হবে। সে সময় উচ্চস্বরে আওয়াজ দেওয়া হবে যে, তোমরা আল্লাহর তাআলার সামনে সরাসরি সিজদায় লটিয়ে পড়।
এ ঘোষণার পর নামাজিগণ সিজদায় লুটিয়ে পড়বে। কিন্তু বেনামাজিরা সিজদা করতে সক্ষম হবে না। তাদের পিঠ কাঠের মত শক্ত হয়ে যাবে। তখন অপমান ও লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করে দিবে। এ ছাড়াও আরো বহু হাদিসে নামাজ ত্যাগ করার নানাবিধ ভয়াবহতা ও শাস্তির কথা উল্লেখ রয়েছে।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates