কুয়েতে অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণার পর দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরী সেবা দেওয়ার কার্যক্রম শুরু করেছে দূতাবাস।আগামী ২৯ জানুয়ারি হতে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ৮টি বুথে এ জরুরি সেবা দেয়া হবে। যেসব বাংলাদেশিদের পাসপোর্ট বা কোনো কাগজপত্র নেই তাদের শর্তানুযায়ী জরিমানা দিয়ে বৈধ হতে আগামী ৩১ শে জানুয়ারির মধ্যে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে। কুয়েতে বাংলাদেশ দূতাবাসে মিরসরাই সমিতির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এস এম আবুল কালাম এ কথা বলেন। এ ছাড়া যাদের কাছে পাসপোর্ট আছে তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে দূতাবাসে যোগাযোগ করতে বলেন তিনি।
তবে, যাদের নামে ক্রিমিনাল মামলা বা কুয়েত সরকারের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা রয়েছে তারা এই সাধারণ ক্ষমার আওতাভুক্ত বা সাধারণ ক্ষমার সুযোগ পাবে না বলে জানান রাষ্ট্রদূত। তাদেরকে স্থানীয় রেসিডেন্সিয়াল বিষয়ক বিভাগে যোগাযোগের পরার্মশ দেন তিনি। এ সময় রাষ্ট্রদূত এস এম আবুল কালাম আরও বলেন, ছয় বছর পর বিভিন্ন কারণে অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষাণা করেছে কুয়েত সরকার, অবৈধ বাংলাদেশিদের এ সুযোগা কাজে লাগানোর অনুরোধ করেন তিনি। এ ছাড়া সভা-সেমিনারের মাধ্যমে কুয়েতে অবৈধ বাংলাদেশিদের মাঝে সচেতনতা বাড়াতে সেখানে প্রবাসী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে এগিয়ে আসার এবং প্রবাসীদের কল্যাণে কাজ করতে আহ্বান জানান তিনি।
No comments:
Post a Comment