মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাধ ছিলো—হোয়াইট হাউসে চিত্রশিল্পী ভ্যান গঘের ছবি শোভা পাবে। সে অনুযায়ী নিউইয়র্কের গুগেনহাইম জাদুঘর কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলেন। কিন্তু সাড়া মেলেনি। জাদুঘর কর্তৃপক্ষই বরং তাকে উল্টো উপহার দিতে চায়। কী সেটা? খাঁটি সোনার এক টয়লেট। হোয়াইট হাউসের শোভা বর্ধনের জন্য ভ্যান গঘের আঁকা ল্যান্ডস্কেপ ছবি উইথ স্নো না দিতে পেরে ক্ষমা চেয়েছে জাদুঘর কর্তৃপক্ষ। এর বদলে গুগেনহাইম জাদুঘর কর্তৃপক্ষ ১৮ ক্যারেট সোনা দিয়ে তৈরি টয়লেট দেয়ার প্রস্তাব করেছে। এই প্রস্তাবে হোয়াইট হাউস কোনো প্রতিক্রিয়া জানায়নি। সোনার তৈরি এই টয়লেট জনসমক্ষে উন্মুক্ত করা হবে।
জাদুঘরের পরিচালক ন্যান্সি স্পেকটরের কাছে গত বছরের সেপ্টেম্বর মাসে ট্রাম্প ওই অনুরোধ জানান। ভ্যান গঘের ওই চিত্রকর্মটি ইউরোপের আধুনিক চিত্রকর্ম জগতের বিকাশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব জাস্টিন কে থানহসারের সংগ্রহ ছিল। বিশেষ উপলক্ষ ছাড়া ওই চিত্রকর্ম জাদুঘর থেকে সরানোর ওপর নিষেধাজ্ঞা রয়েছে। জাদুঘরের পরিচালক জানান, ইতালীয় শিল্পী মোরিৎজিও কাতেলানের তৈরি সোনার টয়লেট হোয়াইট হাউসে তারা দীর্ঘ সময়ের জন্য দিতে পারেন।
No comments:
Post a Comment