ভেনেজুয়েলার সরকারপন্থি সাংবিধানিক পরিষদ এপ্রিল মাসের মধ্যে দেশটিতে আগাম প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দিয়েছে। বুধবার এ খবর দিয়েছে বিসিবি। ক্ষমতাসীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মঙ্গলবার এক জনসভায় হাজার হাজার সমর্থকের উদ্দেশে বলেন, ছয় বছর মেয়াদে প্রেসিডেন্ট পদে আরো একবার ক্ষমতায় থাকতে নির্বাচনে লড়াই করতে চান তিনি। আগাম নির্বাচনকে স্বাগত জানিয়ে মাদুরো বলেন, ‘এটি সঠিক সিদ্ধান্ত। সাম্রাজ্যবাদী ও ডানপন্থিরা ভেনেজুয়েলার অর্থনীতি গ্রাস করতে ষড়যন্ত্র করছে।’
এমন এক সময়ে আগাম নির্বাচনের ঘোষণা আসল যখন বিরোধীরা অত্যন্ত দুর্বল এবং বহুমত ও পথে বিভক্ত। তাই আগাম নির্বাচন থেকে তারা খুব একটা সুবিধা নিতে পারবে না, বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। যদিও প্রেসিডেন্ট নির্বাচনে এর আগে মাদুরোর সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করা হেনরিক ক্যাপ্রিলেস বলেছেন, ক্ষমতাসীন সরকার এতটাই অজনপ্রিয় যে, তারা নির্বাচনে নিশ্চয়ই হারবে। এক টুইটে তিনি বলেছেন, ‘সরকার ও এর নেতারা অধিকাংশ ভেনেজুয়েলানকে ক্ষেপিয়ে তুলেছে।’ গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি বিরোধীদের এক কাতারে আসার আহ্বান জানিয়েছেন।
হেনরিক অবশ্য আগামী নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। কারণ মিরান্ডা রাজ্যের মেয়র থাকা অবস্থায় সরকারি তহবিল অব্যবস্থাপনার অভিযোগে গত বছর এপ্রিল মাসে আদালতের এক রায়ে তিনি ১৫ বছরের জন্য সরকারি পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। তবে তার দাবি, তিনি কোনো ভুল করেননি এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
No comments:
Post a Comment