‘প্রতিকবিতা’র জন্য বিশ্বজুড়ে আলোচিত চিলির কবি নিকানোর পার্রা আর নেই। স্থানীয় সময় মঙ্গলবার লাস ক্রুসেসে নিজ বাসভবনে মৃত্যু হয় ১০৩ বছর বয়সী বিখ্যাত এই কবির। অভিনব কাব্যরীতি ও কাব্যশৈলীর মাধ্যমে নিজেকে তিনি ‘অ্যান্টিপয়েট’ বা ‘প্রতিকবি’ হিসেবে পরিচিত করেছিলেন।
পার্রার বেশির ভাগ কবিতায়ই খোলামেলা, শ্লেষ, ব্যঙ্গ, তির্যক আঘাত, চাঁছাছোলা ভাষায় আক্রমণ; কিন্তু ব্যাপক ক্ষিপ্ত, অন্তর্ভেদী। দীর্ঘ ৭০ বছর ধরে বিশ্বজুড়েই তাঁর কবিতা বেশ জনপ্রিয়। নোবেল পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় নাম ছিল চারবার, কিন্তু শেষ পর্যন্ত নোবেল পুরস্কার দেওয়া হয়নি তাঁকে।
পার্রার সবচেয়ে বেশি আলোচিত কবিতার একটি ‘হুঁশিয়ারি’। স্বৈরশাসনের পরিস্থিতি নিয়ে তিনি লিখেছেন, ‘কোনো প্রার্থনা চলবে না, হাঁচিও না।/থুতু ফেলা নয়, বাহবা দেওয়া নয়, হাঁটু গেড়ে বসা নয়/পুজো না, চিৎকার না, ডুকরানি না, কেশে কেশে কফ তোলা না/এ তল্লাটে ঘুমোবার অনুমতি নেই।/কোনো টিকে দেওয়া না, কথাবার্তা না, দল থেকে তাড়িয়ে দেওয়া না।/চোঁ চোঁ দৌড় না, পাকড়ে ফেলা না।/ছোটা একেবারেই নিষেধ/ধূমপান নিষেধ/সংগম বারণ।’
নিকানোর পার্রার জন্ম ১৯১৪ সালের ৫ সেপ্টেম্বর দক্ষিণ চিলির এক ছোট্ট শহর সান ফ্যঁবিয়া দ্য এলিকোতে। বাবা ছিলেন স্কুলশিক্ষক। তাঁরা চার ভাই ও তিন বোন। তিনি একাধারে গণিতবিদ ও পদার্থবিদ। চার দশক ধরে তিনি চিলি বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা পড়িয়েছেন। তাঁর সবচেয়ে বেশি জনপ্রিয় কাব্যগ্রন্থ ‘কবিতা ও প্রতিকবিতা’। তিনি সর্বশেষ ২০১১ সালে প্রিমিও সার্ভেন্তেস পদক পান, যা স্প্যানিসভাষী বিশ্বে অন্যতম সম্মানজনক একটি পুরস্কার।
সূত্র : বিবিসি।
No comments:
Post a Comment