Social Icons

Wednesday, January 31, 2018

ব্রাজিলে আসতে শুরু করেছে পর্যটকরা । ৯ তারিখ থেকে রিও ডি জেনেরিওতে শুরু হবে কার্নিভাল।


ফেব্রুয়ারির ৯ তারিখ থেকে রিও ডি জেনেরিওতে শুরু হবে কার্নিভাল। চলবে ১৪ তারিখ পর্যন্ত। আসন্ন রিও কার্নিভালে বিদেশি অতিথিদের আতঙ্ক দূর করতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কানাডা সহ বেশ কটি দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে রিও শহর কর্তৃপক্ষ। রিওর স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে ঝর্ণা ও বনের আশে পাশে ভ্রমণ করতে সতর্কবার্তা দেয়া হয়েছে অতিথিদের।

ব্রাজিলে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে ‘ইয়েলো ফিভার’ বা পীতজ্বর। এই জ্বরে আক্রান্ত হয়ে প্রাণ গেছে ৫৩ জনের। এখন পর্যন্ত ১৩০ জন ইয়েলো ফিভারে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে ব্রাজিলের স্বাস্থ্যবিভাগ।
তবে এরই মধ্যে ব্রাজিলে আসতে শুরু করেছে বিভিন্ন দেশের পর্যটকরা । ভির করছে ব্রাজিলের বিভিন্ন হোটেল গুলোতে । বিশ্বের সবচেয়ে বড় কার্নিভাল এটি। প্রতিবছর ব্রাজিলের রিও ডি জেনেরিওতে এ কার্নিভাল হয়। পৃথিবী বিখ্যাত এ কার্নিভালের ইতিহাস দুইশ বছরের পুরোনো।ব্রাজিলের ধর্মীয় উপসনারে চারদিন পূর্ব থেকে এই কার্নিভাল শুরু হয়।যদিও এই কার্নিভাল ব্রাজিলের বিভিন্ন অঞ্চলে হয় কিন্তু রি ডিও জেনেরিও কে কার্নিভালের রাজধানী বলা হয়।কার্নিভাল শনিবার শুরু হয়ে ঠিক মঙ্গলবার শেষ হয়ে যায়, বুধবার থেকে ব্রাজিলের ধর্মীয় পর্ব শুরু হয়।রিও কার্নিভাল বরাবরই পর্যটকদের কাছে ভিষণ আকর্ষনের বিষয়।


বর্তমানে যে কার্নিভাল সম্পর্কে আমরা জানি সেটা মূলত ইউরোপীয়ান কার্নিভালের কায়দায় উৎসব কে আরো সুসজ্জিত করার লক্ষ্যে শুরু হয়।মুখোশ এবং দামি পোশাক পরে শহরের অভিজাতরা তাদের খোলা বাহনে করে রাস্তায় নেমে আসে এবং প্যারেডে অংশগ্রহণ করে।সকালের প্রথম প্রহর থেকে সারাদিন ব্যাপী নাচ,গান,খাওয়া দাওয়া এবং পান করার মধ্যে দিয়ে উৎসব পালিত হয়।সমস্ত মানুষ রাস্তায় নেমে আসে এবং নাচ,গান ও আনন্দ উৎসবে মেতে ওঠে এবং এই নৃত্য গীতই আমাদের কাছে সাম্বা প্যারেড নামে পরিচিত।মানুষ উজ্জ্বল রঙিণ পোশাকে সজ্জিত হয়ে এই প্যারেডে অংশগ্রহণ করে।প্যারেডে প্রদর্শিত সাম্বা নৃত্য লাতিন আমেরিকার বিখ্যাত নৃত্য।যা সারা বিশ্বব্যাপী পরিচিত।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates