জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্র যে স্বীকৃতি দিয়েছে তার নিন্দা জানিয়ে ‘অকার্যকর’ বলে ঘোষণা দিয়েছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিযুক্ত সৌদি আরবের মুখ্যপাত্র আব্দুল্লাহ বিন আল মালামি। মধ্যপ্রাচ্যে এটা যথেষ্ট চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। একইসঙ্গে ফিলিস্তিন-ইসরায়েল শান্তি আলোচনার জন্য এটা প্রতিবন্ধক বলে উল্লেখ করেছেন ইসরায়েলের ‘সিক্রেট মিত্র’ বলে পরিচিত সৌদি আরবের এ কূটনৈতিক। শনিবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এ তথ্য জানিয়েছে।
জাতিসংঘে মধ্যপ্রাচ্য নিয়ে আলোচনায় তিনি বলেন, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যে স্বীকৃতি যুক্তরাষ্ট্র দিয়েছে তা অকার্যকর। একইসঙ্গে এই ঘোষণা আন্তর্জাতিক আইনেরও বিরোধী।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পর সারাবিশ্বে নিন্দার ঝড় ওঠে। জাতিসংঘ এই ঘোষণাকে অবৈধ বলে ঘোষণা করে। অন্যদিকে সৌদি আরব এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থানের কথা জানালেও তারা ইসরায়েলের সঙ্গে গোপনে সম্পর্ক রক্ষা করে যাচ্ছে বলে প্রমাণ পাওয়া গেছে। একইসঙ্গে ইসরায়েল সেই সম্পর্কের কথা স্বীকারও করেছে।
অন্যদিকে যাত্রী ও মালামাল পরিবহণের জন্য সৌদি আরবের সাথে রেলপথ তৈরির পরিকল্পনা শুরু করেছে ইসরায়েল। রেলপথটি ইসরায়েলের বিসান শহর থেকে জর্দান ও ইরাক হয়ে সৌদি আরবে যাবে বলে জানিয়েছে ইসরায়েলের সংবাদপত্র ইডিয়থ আরনাথ।
শুধু তাই নয়, সৌদি আরব ইসরায়েলের সাথে গোয়েন্দা তথ্য আদান প্রদান করছে বলেও বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রকাশ হয়। ফলে ফিলিস্তিনের বিষয়ে সৌদি আরবকে সেই অর্থে বিশ্বাস করেন না বলেও জানিয়েছেন ফিলিস্তিনের নেতারা। ফলে জাতিসংঘে দেওয়া সৌদি কূটনৈতিকের এ বক্তব্য কতটা লোক দেখানো সেটাই ভাবার বিষয়।
No comments:
Post a Comment