মালিতে সন্দেহভাজন জিহাদিদের হামলায় চার সেনা নিহত হয়েছে। রোববার এ হামলাটি হচ্ছে দুদিনের মধ্যে দ্বিতীয় হামলা। শনিবার অজ্ঞাত বন্দুকধারীদের অপর একটি হামলায় অন্তত ১৪ সেনা নিহত হয়েছে। খবর এএফপি ও রয়টার্স।
মালির নিরাপত্তা পরিস্থিতি দিনদিন খারাপ হচ্ছে এবং আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিদের কাছে সবসময় হুমকির মুখে থাকে দেশীয় ও বিদেশী সেনারা। সর্বশেষ হামলার কথা স্বীকার করে এক সেনা কর্মকর্তা জানান, ‘মেনাকাতে সন্ত্রাসীদের হামলায় চার সেনা নিহত হয়েছে। সেনা ঘাটিটিতে তারা পুরোপুরি উড়িয়ে দিতে পারেনি। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে।’
উল্লেখ্য শনিবার দেশটির তিমবুকতু অঞ্চলের সৌমপি শহরে প্রথম হামলায় চৌদ্দজন সেনা নিহত ও ১৮ জন আহত হয়েছে। সেনাদের পাল্টা আঘাতে দুই সন্ত্রাসী নিহত হয় বলে জানানো হয়।
২০১২ সালে আফ্রিকার দেশ মালির দক্ষিণের মরুভূমি অঞ্চল দখল করে চরমপন্থী জঙ্গিরা। পরে ফ্রান্স নেতৃত্বাধীন সেনা অভিযানে ওই এলাকা মুক্ত করা হয়। তবে এরপরও দেশটিতে জঙ্গি হামলা অব্যাহত রয়েছে। বৃহষ্পতিবার দেশটির বোনি গ্রামে পুঁতে রাখা ভূমিমাইন বিষ্ফোরণে মা ও শিশুসহ অন্তত ২৬ জন বেসামরিক লোক নিহত হয়।
No comments:
Post a Comment