ব্রাজিলের পাঁচজন শীর্ষ ধনীর আয় দেশটির অর্ধেক জনগোষ্ঠীর মোট আয়ের সমান। সোমবার প্রখ্যাত দাতব্য সংস্থা অক্সফাম প্রকাশিত একটি প্রতিবেদনে এটি উঠে আসে। খবর সিনহুয়া।
সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের চার দিনব্যাপী সম্মেলনের প্রথম দিনে পেশ করা অক্সফামের প্রতিবেদনে বলা হয়, অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি হারে বিলিয়নেয়ারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে বিশ্বে বিলিয়নেয়ারের সংখ্যা ২ হাজার ৪৩ জন।
কিন্তু অল্প কয়েকজনের অসাধারণ উত্থান হলেও সিংহভাগ জনগোষ্ঠীর ভাগ্যের আশানুরূপ পরিবর্তন হয়নি।
ব্রাজিলে বিলিয়নেয়ারের সংখ্যা এক বছরের মধ্যেই ৩১ থেকে ৪৩ জনে পৌঁছেছে। ব্রাজিলের শীর্ষ ধনীর তালিকায় শীর্ষে রয়েছেন ৭৮ বছর বয়সী হোর্হে পাউলো লেমান। তার মোট সম্পদের পরিমাণ ২ হাজার ৯৮০ কোটি ডলার। তিনি হচ্ছেন থ্রিজি ক্যাপিটাল ফান্ডের মালিকদের একজন।
লেমানের পর পরই আছেন আরেক ৭৮ বছর বয়সী ধনকুবের জোসেফ সাফরা, যার মোট সম্পদ ২ হাজার ২২০ কোটি ডলার। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন থ্রিজি ক্যাপিটালের অন্য দুই অংশীদার— মার্সেল হার্মান টেলেস ও কার্লোস আলবার্তো সিকুপিরা। তাদের দুজনের সম্পদের পরিমাণ যথাক্রমে ১ হাজার ৪৯০ কোটি ডলার ও ১ হাজার ২৭০ কোটি ডলার।
মাত্র ৩৫ বছর বয়সে শীর্ষ পাঁচজনের তালিকায় প্রবেশ করা এদুয়ার্দো স্যাভারিনের মোট সম্পদের পরিমাণ ৯১০ কোটি ডলার।
No comments:
Post a Comment