বর্তমান বিশ্ব মানচিত্রের বিখ্যাত ও জনপ্রিয় ট্যুরিস্ট স্পটে সৌদি আরব নিজেদের আরো ভালো একটা অবস্থানে নিতে চায়। যদিও একটি ক্ষেত্রে পর্যটনের বিশাল এক ক্ষেত্রে সৌদি। মক্কা এবং মদিনায় লাখো মুসল্লি ভীড় করেন হজ পালনের উদ্দেশ্যে। তাই পর্যটন ব্যবস্থাপনার অনেক বিষয় সামলানোর অভিজ্ঞতা রয়েছে দেশটির। তবুও গ্লোবাল ট্যুরিজমে নতুন সদস্য হিসেবে নাম লেখা চলেছে দেশটি। খুব দ্রুত ট্যুরিস্ট ভিসা ইস্যু করতে তারা।
সংবাদমাধ্যম ডন'র প্রতিবেদনে বলা হয়, মরুভূমির দেশটি এখন আর কেবল তেলের সন্ধানই করে না। তারা 'সাদা তেল' খুঁজছে। যা কিনা পর্যটন হিসেবে মাথাচাড়া দিচ্ছে। ক্রুড ওয়েলের সঙ্গে সৌদির সম্পদে যোগ হবে 'হোয়াইট ওয়েল'। যদিও এই মুহূর্তে সংস্কৃতির ঐতিহাসিক পরিবর্তনের হাওয়া চলছে দেশটিতে। এরই মাঝে আল ওয়াবাহ ক্রেটারের মতো আরো কিছু স্থানকে বিশ্ব পর্যটকদের জন্যে উন্মোচিত করতে চাইছে সৌদি আরব। জানা যায়, দেশটিতে শীত মৌসুমের উষ্ণ বিকালে ট্যুর গাইড আমর খলিফা একদল সৌদ ক্যাম্পারদের নিয়ে হাজির হলেন তেমনই এক রোমাঞ্চকর স্থানে। পাথুরে বন্ধুর পাহাড়ি ঢাল বেয়ে নামার প্রস্তুতি নিলেন তারা। আল ওয়াবাহ দারুণ এক জায়গা। সল্ট প্যানে যাওয়াই তাদের উদ্দেশ্য।
No comments:
Post a Comment