বেশির ভাগ সময় বন্ধু হন সমবয়সীরা। তাদের সঙ্গে আমাদের মনের মিলও হয় বেশি। আমাদের সমস্ত গোপন কথা, মজা, দুষ্টুমির সঙ্গী হয় তারা। কিন্তু জানেন কি সমবয়সী নয়, আসলে বয়সে বড়দের সঙ্গে বন্ধুত্ব করাই ভাল। সকলে না হলেও অন্তত একজন খুব ভাল বড় বন্ধু থাকা বেশ লাভজনকও। কেন জানেন? ঠিক কী কী কারণে বয়সে বড়দের সঙ্গেই বন্ধুত্ব পাতাবেন জেনে নিন
১. জীবনে তারা একটু হলেও আপনার থেকে বেশি এগিয়ে রয়েছে। তাই প্রতিটি পদক্ষেপেই পাবেন গুরুত্বপূর্ণ উপদেশ।
২. বড় বন্ধুরা আপনাকে বলবে ছোট সমস্যগুলো হাল্কা চালে নিতে। শেখাবে কী ভাবে বড় বড় সমস্যাগুলোও সহজে সমাধান করতে হয়।
৩. সাধারণত এই বন্ধুরা আপনাকে বিচার না করে বুঝতে চেষ্টা করে।
৪. এই বন্ধুরা জানে, জীবনে আঘাত আসতেই পারে। তাই তারা এই সমস্ত সমস্যাকে খুব গভীরে বিচার করে।
৫. এই বন্ধুরা চট করে কোনও সিদ্ধান্ত না নিয়ে আপনার সব কথা মনে দিয়ে শোনে।
৬. অনেক সময় বন্ধুর চারিত্রিক দৃঢ়তা আপনার মনেও সাহস জোগাতে সাহায্য করে।
৭. আপনার চেয়ে বড় হওয়ায় সে বুঝতে পারে কোন সম্পর্ক বা কোন সিদ্ধান্তের জন্য ভবিষ্যতে আপনাকে কষ্ট পেতে হতে পারে। তাই সময় থাকতে সেই পথ থেকে আপনাকে সরিয়ে আনতে পারে সে।
৮. কী ভাবে জীবনে ভারসাম্য বজায় রেখে চলতে হয় তাও শেখায় এই বন্ধু।
৯. আপনার চেয়ে বয়সে বড় হওয়ায় সে আপনাকে তাঁর নিজের অভিজ্ঞতা শেয়ার করতে পারে। যা জীবনের প্রতিটি পদক্ষেপে আপনার কাজে লাগবে।
১০. এই বন্ধুরা আপনাকে শেখায় কী ভাবে ব্যক্তিগত জীবন আর কর্মক্ষেত্রে ভারসাম্য বজায় রেখে চলতে হয়।
১১. বড় বন্ধুর কাছ থেকে সব সময়ই কেরিয়ার গাইডেন্স পাওয়া যায়।
No comments:
Post a Comment