Social Icons

Monday, January 22, 2018

দক্ষিন আমেরিকা মহাদেশের প্রায় ৪৭ শতাংশ জুড়েই আছে ব্রাজিল ।



বিশ্বকাপ ফুটবল ১৯৩০ সনে আরম্ভ হলেও ব্রাজিলকে শিরোপা জেতার জন্য আঠাশ বছর অপেক্ষা করতে হয়। ১৯৫৮ সনে এডমন আরোস্টেম ডি নাসিমন্টো নামে একটি কালো সুদর্শন ১৭ বছর বয়সের কিশোরের অবাক করা খেলায় ব্রাজিল স্বাগতিক দেশ সুইডেনকে ৫-২ গোলে হারিয়ে প্রথম বারের মত বিশ্বকাপ জিতে নেয়। এখন দেখা যাক ব্রাজিল দেশটা কেমন। পৃথিবীর ৫ম বৃহত্তম দেশ ব্রাজিল আয়তনে আর জনসংখ্যা উভয় দিকেই দেশটা এতটা বড় যে দক্ষিন আমেরিকা মহাদেশের প্রায় ৪৭ শতাংশ জুড়েই আছে ব্রাজিল, জনসংখ্যা ২০ কোটি ৪০ লাখ । দেড়শ বছর ধরে ব্রাজিল কফি উৎপাদন আর রপ্তানিতে পৃথিবীর এক নম্বর দেশ। কফি ছাড়াও কোকো আম আর কমলা লেবু উৎপাদন আর রপ্তানিতেও এগিয়ে এই দেশ। মানুষের গড় আয়ু ৬৫ বছর, প্রধান ভাষা পর্তুগীজ কারন দেশটা আগে পর্তুগালই শাসন করত। কিছুদিন আগের এক সমীক্ষায় ব্রাজিলকে পৃথিবীর সব চেয়ে সুখী দেশ বলা হয়। দেশটা অর্থনীতিতে পৃথিবীর মধ্যে ৫ম স্থান দখল করে আছে। অবস্থা তাই ভাল গতবারের ফুটবলের বিশ্বকাপ আয়োজনে প্রায় ১৫শ কোটি টাক খরচ হয় যার প্রায় সবটাই এসেছে সরকারি কোষাগার থেকে। 

এ  নিয়ে দেশের লোকের ক্ষোভ আছে আর ক্ষোভ থেকে বিক্ষোভও হয়েছে। ১৯৫৮ সনে ফাইনাল খেলার দিন সুইডেনের রাজা সেই ছেলেটি এডমন আরোস্টেস ডি নামিমন্টো খেলা দেখে জিজ্ঞেস করলেন ছেলেটির নাম কি ? একজন উত্তর দিল ওর নাম পেলে। রাজা ধমক দিলেন পেলে আবার নাম হয় নাকি। আর একজন উত্তর দিল স্যার ওকে আদর করে সবাই ওই নামে ডাকে। রাজা খুশি হয়ে বলেন, হ্যা আদর করার মতই ছেলেটি। সেই ১৯৫৮ সনে মূলত পেলের জন্য ব্রাজিল ৫-২ গোলে বিশ্বকাপ জিতে ঘরে ফিরেছিলো। সেই একবার ছাড়া এখন পর্যন্ত ইউরোপ আর কোন অন্য মহাদেশের দল ফুটবলের বিশ্বকাপ জিততে পারেনি। তখন থেকেই ফুটবলের সাথে পেলের জনপ্রিয়তা প্রতিটি দেশে ছড়িয়ে পড়েছে আর তা এতটাই যে ব্রাজিল জনপ্রিয়তায় পৃথিবীর এক নম্বর দেশে উঠে যায়। সব কটি বিশ্বকাপে অংশ নেয়া ব্রাজিলকে বাদ দিয়ে ফুটবলের বিশ্বকাপ যেন কল্পনাই করা যায় না। মাত্র আর একটি দেশ জনপ্রিয়তায় এর কাছাকাছি যার নাম সবাই আর্জেন্টিনা। দেখা যাক এবার স্বপ্নে ফাইনালে দেখা যায় কিনা।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates