এ নিয়ে দেশের লোকের ক্ষোভ আছে আর ক্ষোভ থেকে বিক্ষোভও হয়েছে। ১৯৫৮ সনে ফাইনাল খেলার দিন সুইডেনের রাজা সেই ছেলেটি এডমন আরোস্টেস ডি নামিমন্টো খেলা দেখে জিজ্ঞেস করলেন ছেলেটির নাম কি ? একজন উত্তর দিল ওর নাম পেলে। রাজা ধমক দিলেন পেলে আবার নাম হয় নাকি। আর একজন উত্তর দিল স্যার ওকে আদর করে সবাই ওই নামে ডাকে। রাজা খুশি হয়ে বলেন, হ্যা আদর করার মতই ছেলেটি। সেই ১৯৫৮ সনে মূলত পেলের জন্য ব্রাজিল ৫-২ গোলে বিশ্বকাপ জিতে ঘরে ফিরেছিলো। সেই একবার ছাড়া এখন পর্যন্ত ইউরোপ আর কোন অন্য মহাদেশের দল ফুটবলের বিশ্বকাপ জিততে পারেনি। তখন থেকেই ফুটবলের সাথে পেলের জনপ্রিয়তা প্রতিটি দেশে ছড়িয়ে পড়েছে আর তা এতটাই যে ব্রাজিল জনপ্রিয়তায় পৃথিবীর এক নম্বর দেশে উঠে যায়। সব কটি বিশ্বকাপে অংশ নেয়া ব্রাজিলকে বাদ দিয়ে ফুটবলের বিশ্বকাপ যেন কল্পনাই করা যায় না। মাত্র আর একটি দেশ জনপ্রিয়তায় এর কাছাকাছি যার নাম সবাই আর্জেন্টিনা। দেখা যাক এবার স্বপ্নে ফাইনালে দেখা যায় কিনা।
Monday, January 22, 2018
দক্ষিন আমেরিকা মহাদেশের প্রায় ৪৭ শতাংশ জুড়েই আছে ব্রাজিল ।
এ নিয়ে দেশের লোকের ক্ষোভ আছে আর ক্ষোভ থেকে বিক্ষোভও হয়েছে। ১৯৫৮ সনে ফাইনাল খেলার দিন সুইডেনের রাজা সেই ছেলেটি এডমন আরোস্টেস ডি নামিমন্টো খেলা দেখে জিজ্ঞেস করলেন ছেলেটির নাম কি ? একজন উত্তর দিল ওর নাম পেলে। রাজা ধমক দিলেন পেলে আবার নাম হয় নাকি। আর একজন উত্তর দিল স্যার ওকে আদর করে সবাই ওই নামে ডাকে। রাজা খুশি হয়ে বলেন, হ্যা আদর করার মতই ছেলেটি। সেই ১৯৫৮ সনে মূলত পেলের জন্য ব্রাজিল ৫-২ গোলে বিশ্বকাপ জিতে ঘরে ফিরেছিলো। সেই একবার ছাড়া এখন পর্যন্ত ইউরোপ আর কোন অন্য মহাদেশের দল ফুটবলের বিশ্বকাপ জিততে পারেনি। তখন থেকেই ফুটবলের সাথে পেলের জনপ্রিয়তা প্রতিটি দেশে ছড়িয়ে পড়েছে আর তা এতটাই যে ব্রাজিল জনপ্রিয়তায় পৃথিবীর এক নম্বর দেশে উঠে যায়। সব কটি বিশ্বকাপে অংশ নেয়া ব্রাজিলকে বাদ দিয়ে ফুটবলের বিশ্বকাপ যেন কল্পনাই করা যায় না। মাত্র আর একটি দেশ জনপ্রিয়তায় এর কাছাকাছি যার নাম সবাই আর্জেন্টিনা। দেখা যাক এবার স্বপ্নে ফাইনালে দেখা যায় কিনা।
Labels:
আন্তর্জাতিক,
ব্রাজিল,
লাতিন আমেরিকা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment