উচ্চারন:
লা-ইলাহা ইল্লাল্লাহু জালীলুল জাব্বারু, লা- ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহ্হারু, লা- ইলাহা ইল্লাল্লাহুল আজিজুল গাফ্ফারু, লা- ইলাহা ইল্লাল্লাহুল কারীমুস্ সাত্তারু, লা- ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা- শারীকালাহু ইলাহাওঁ ওয়াহিদাওঁ ওয়া নাহনু লাহু মুসলিমূন, লা- ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা- শারীকালাহু ইলা-হাঁও ওয়াহিদাঁও ওয়া নাহনু লাহু মুখ্লিছুন- লা-ইলা-হা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূূলুল্লাহি ওয়া ছাল্লাল্লাহু আ’লা খাইরি খালক্বিহী মুহাম্মাদিওঁ ওয়া আলিহি ওয়া আছহাবিহী আ’জমাইন । ওয়াছাল্লামা তাসলিমান্ কাছীরান্ কাছীরান্, বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমীন ।
লা-ইলাহা ইল্লাল্লাহু জালীলুল জাব্বারু, লা- ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহ্হারু, লা- ইলাহা ইল্লাল্লাহুল আজিজুল গাফ্ফারু, লা- ইলাহা ইল্লাল্লাহুল কারীমুস্ সাত্তারু, লা- ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা- শারীকালাহু ইলাহাওঁ ওয়াহিদাওঁ ওয়া নাহনু লাহু মুসলিমূন, লা- ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা- শারীকালাহু ইলা-হাঁও ওয়াহিদাঁও ওয়া নাহনু লাহু মুখ্লিছুন- লা-ইলা-হা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূূলুল্লাহি ওয়া ছাল্লাল্লাহু আ’লা খাইরি খালক্বিহী মুহাম্মাদিওঁ ওয়া আলিহি ওয়া আছহাবিহী আ’জমাইন । ওয়াছাল্লামা তাসলিমান্ কাছীরান্ কাছীরান্, বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমীন ।
ফযীলত:
রাসূলে করীম (স) বলছেন, যদি কেহ ছোবহে সাদেকের সময় এ দোয়া পাঠ করে, সে যেন হাজার বার হজ্জ ও সমস্ত কোরআন শরীফ হাজার বার খতম করল এবং সহস্র গোলাম আল্লাহর ওয়াস্তে আজাদ করে দিল । অর্থাৎ এতদসমূদয় ছওয়াব তার আমলনামায় এ দোয়ার বরকতে লিখিত হবে ।
রাসূলে করীম (স) বলছেন, যদি কেহ ছোবহে সাদেকের সময় এ দোয়া পাঠ করে, সে যেন হাজার বার হজ্জ ও সমস্ত কোরআন শরীফ হাজার বার খতম করল এবং সহস্র গোলাম আল্লাহর ওয়াস্তে আজাদ করে দিল । অর্থাৎ এতদসমূদয় ছওয়াব তার আমলনামায় এ দোয়ার বরকতে লিখিত হবে ।
শুধু ইহাই নয় সহস্র শবে ক্বদর লাভের ও সহস্র দিনার আল্লাহর রাহে খরচ করার এবং রাসূলে করীম (স)- এর উপর সহস্র দুরুদ পাঠের ছওয়াবও এ দোয়া পাঠের বরকতে লাভ করবে ।
(সূত্র: ছহীহ্ নূরানী পূর্ণাঙ্গ অজিফা শরীফ ) (দোয়া নং ৮)
No comments:
Post a Comment