বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা। রাশিয়ার পরেই যার অবস্থান। কিন্তুকানাডার জনসংখ্যা রাশিয়ার মাত্র এক পঞ্চমাংশ।বর্তমানে প্রতি বছরবিভিন্ন দেশ থেকে কানাডায় আসেন প্রায় তিন লক্ষ ইমিগ্রান্ট। তবেকনফারেন্স বোর্ড অফ কানাডা বলেছে প্রয়োজনের তুলনায় এটি অনেককম।
বাংলাদেশের সাউথ ইস্ট ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ল এন্ডজাস্টিস কর্তৃক আয়োজিত রোড টু হায়ার এডুকেশন ফর ল গ্রাজুয়েটস আয়োজিত এক প্রাণবন্ত সেমিনারে এই তথ্য জানান প্রবন্ধ উপস্থাপিকা, রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট এবং কমিশনার অফঅথস, অধ্যাপিকা মিসেস মাহমুদা নাসরিন। ঢাকাস্থ বনানীতেবিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে এই ইন্টারেক্টিভসেমিনারের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র–ছাত্রী সহদেশের বিভিন্ন স্থান থেকে কানাডা আসতে আগ্রহী বিপুল সংখ্যক শ্রোতাও দর্শক উপস্থিত ছিলেন। ডিপার্টমেন্ট অফ ল এন্ড জাস্টিস এরচেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরোউপস্থিত ছিলেন কাজী শাহিনুল হোসাইন এবং মিস্টার মীর মোজাম্মেল হক।
মাহমুদা নাসরিন তাঁর প্রবন্ধ উপস্থাপনা এবং সেমিনার শেষে দীর্ঘ সময় ধরে উপস্থিত দর্শকদের কানাডায় ইমিগ্রেশনসংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যতে আবারো সেমিনারে অংশ গ্রহণের আশাবাদ ব্যাক্ত করেন। সবশেষেতিনি আয়োজকদের বিশেষ ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।
No comments:
Post a Comment