অনেক দেনদরবারের পর অবশেষে দুয়ার খুলল সংযুক্ত আরব আমিরাতের শ্রম বাজারের। বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে ১৯ ক্যাটাগরির কর্মী নিয়োগ বিষয়ে বুধবার (১৮, মার্চ) দুবাইতে দেশটির সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়। সমঝোতা স্মারকটি স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই তা কার্যকর হয়েছে বলে জানা গেছে।
আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমস বলছে, আমিরাতের মানব সম্পদ মন্ত্রী নাসের বিন থানি জুমা আল-হামলি ও বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদার এনডিসির উপস্থিতিতে সমঝোতা স্মারক সই হয়েছে।
আইন অনুযায়ী বৈধ উপায়ে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি দক্ষ-জনশক্তি নিয়োগ-সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্কের প্রশংসা করেন জুমা আল-হামলি।তিনি বলেন,দেশে নিয়োগদাতাদের বহুমুখী বাজার ব্যবস্থা চালু করতে ও তাদের চাহিদা এবং লক্ষ্য পূরণে মানবসম্পদ মন্ত্রণালয় এ সমঝোতা স্মারক সইয়ের উদ্যোগ নিয়েছে।
আরব আমিরাতে বাংলাদেশি শ্রমিক নিয়োগ নিয়ে গত কয়েক মাস ধরেই আলাপ-আলোচনা চলছিলো। অবশেষে সে আলোচনায় সফলতা এলো।সমঝোতা স্মারকে বাংলাদেশ থেকে ১৯ ক্যাটাগরির কর্মী নিয়োগের বিধান, পদ্ধতি, রিক্রুটমেন্ট এজেন্সি ও উভয় দেশের সরকারের দায়িত্ব ও কর্তব্য, কর্মীদের অধিকার, সুযোগ সবিধা, এমপ্লয়ারদের দায়িত্ব ও কর্তব্য, নিয়োগ চুক্তির বিধান ও পৃথক একটি বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা ইত্যাদি উল্লেখ রয়েছে।
সমঝোতা স্মারকটি বাস্তবায়নের জন্য উভয় দেশের কর্মকর্তাদের সমন্বয়ে একটি জয়েন্ট কমিটি গঠনের বিধান রাখা হয়েছে।
Wednesday, April 18, 2018
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment