Social Icons

Monday, April 2, 2018

গণহত্যার দায়ে অভিযুক্ত গুয়েতেমালার সাবেক একনায়ক রায়স মন্টের মৃত্যু

গুয়াতেমালার সাবেক একনায়ক ও গণহত্যার দায়ে অভিযুক্ত ইফরাইন রায়স মন্ট (৯১) রবিবার মারা গেছেন। আশির দশকে মন্ট লৌহমানব হিসাবে দেশটিকে শাসন করেন এবং দীর্ঘদিনের গৃহযুদ্ধকালে গণহত্যার জন্য অভিযুক্ত হন। খবর এএফপি’র।
 
মন্টের একজন আইনজীবী সাংবাদিকদের বলেন, প্রয়াত সাবেক শাসক মন্ট তার বাসায় পরিবার পরিজনের উপস্থিতিতে মারা গেছেন। মৃত্যুর পর পারিবারিক এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে সমাহিত করা হয়। সেখানে আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধব ও অনুসারীরা উপস্থিত ছিলেন। তার দাফনের সময় তার শাসনামলে নিহতদের পরিবারের সদস্যরা নগরীতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করে।
 
মন্টকে ১৯৮২-৮৩ সালে আদিবাসী লিক্সিল মায়া সম্প্রদায়ের প্রায় ১ হাজার ৭৭১ জনকে হত্যার হুকুমদাতা হিসাবে দায়ী করা হয়। যা দেশটির ৩৬ বছরের গৃহযুদ্ধের সময়ে সবচেয়ে বেশী আলোচিত হত্যাকাণ্ড হিসাবে পরিচিত। জাতিসংঘের হিসাব মতে, ১৯৯৬ সালে শেষ হওয়া এই গৃহযুদ্ধে দেশটিতে মোট দুই লাখ লোক প্রাণ হারায়। এএফপি।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates