লিবিয়ার পশ্চিম উপকূল থেকে মঙ্গলবার ২০৪ অবৈধ অভিবাসী উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড সদস্যরা। রাবারের তৈরি দু’টি নৌকা থেকে এসব অভিবাসীকে উদ্ধার করা হয়। স্থানীয় এক কর্মকর্তা একথা জানিয়েছেন। খবর সিনহুয়ার।
ত্রিপোলির অবৈধ অভিবাসন দমন বিভাগের মিডিয়া কর্মকর্তা হুসনিআবু-আয়ানা সিনহুয়াকে বলেন, ‘আফ্রিকার নয়টি দেশেরে ২০৪ জন অবৈধ অভিবাসীকে এ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এদের মধ্যে ৭১ জন নারী ও ১০ জন শিশু রয়েছে। কোস্টগার্ডের একটি টহল দল তাদেরকে উদ্ধার করে ত্রিপোলির নৌঘাঁটিতে নিয়ে আসে।’
আবু-আয়ানা আরো জানান, এসব অভিবাসীকে ত্রিপোলিতে এ বিভাগের সদরদপ্তরের অভ্যন্তরে রাখা হয়েছে এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।-বাসস।
No comments:
Post a Comment