যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত রুশ কূটনীতিক ও তাদের পরিবারকে বহনকারী প্রথম বিমানটি রবিবার মস্কোর ভিনুকভো বিমান বন্দরে অবতরণ করেছে। বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে এএফপি জানায়, যুক্তরাষ্ট্র থেকে ৪৬ জন কূটনীতিক ও তাদের পরিবার নিয়ে দ্য টু ৯৬ জেট বিমান মস্কোয় ফিরেছে।
রবিবার দিনের শেষে অপর একটি বিমান মস্কোতে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে। ব্রিটেনে সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়েকে বিষাক্ত রাসায়নিক নার্ভ এজেন্ট গ্যাস দিয়ে হত্যা চেষ্টার ঘটনায় পাল্টাপাল্টি প্রতিক্রিয়ায় এসব কূটনীতিক বহিষ্কারের ঘটনা ঘটেছে। এতে যুক্তরাজ্যের সঙ্গে সংহতি জানিয়ে রুশ কূটনীতিকদের বহিষ্কার করে যুক্তরাষ্ট্র। এএফপি।
Sunday, April 1, 2018
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment