Social Icons

Monday, April 16, 2018

ট্রানজিট যাত্রীদের জন্য ভ্রমণ ভিসা চালু করছে আমিরাত

মধ্যপ্রাচ্যের মরুময় দেশ সংযুক্ত আরব আমিরাত। পারস্য উপসাগর তীরবর্তী দেশটি এবার ট্রানজিট যাত্রীদের জন্য ভ্রমণ ভিসা চালু করতে যাচ্ছে। দেশের পর্যটন শিল্পের বিকাশেই এ ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সোমবার দেশটির মন্ত্রিসভা এ সিদ্ধান্ত নেওয়া হয়। 
জানা গেছে,  বর্তমানে বিশ্বের অন্যতম প্রধান ট্যুরিস্ট গন্তব্য আমিরাত। বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণকারী যাত্রীদের মধ্যে যারা দুবাইয়ে ট্রানজিট নেন, তারা যাতে আমিরাতও ভ্রমণ করতে পারেন সেজন্য এ উদ্যোগ নিচ্ছে দেশটির সরকার।  
খবরে বলা হয়, দেশটির পর্যটন স্পটের মধ্যে দুবাইয়ের ১৬০ তলা ভবন বুর্জ খলিফা ও বিলাস বহুল হোটেল-মোটেল আকৃষ্ট করছে পর্যটকদের। এর মধ্যে রাজধানী আবুধাবি ছাড়াও আজমান, ফুজিরাহ, শারজাহ, দুবাই, রাস আল-খাইমাহ এবং উম আল কাইওয়াইন। 
খালিজ টাইমস বলছে, ২০১৭ সালে ৭০ শতাংশেরও বেশি যাত্রী ট্রানজিট হিসেবে আমিরাতের বিভিন্ন বিমানবন্দর ব্যবহার করেছেন; যারা বিশ্বের নানা দেশ ভ্রমণ করেন। এর আগে গত মাসে ট্রানজিট যাত্রীদের জন্য দুবাই বিমানবন্দরের বাইরেও শহরে ঘোরার অনুমতি দেয় দেশটির কর্তৃপক্ষ।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates