যুক্তরাষ্ট্রের একটি যাত্রীবাহী উড়োজাহাজের একটি ইঞ্জিন মাঝ আকাশে বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় ওই উড়োজাহাজে থাকা এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। সাউথওয়েস্ট এয়ারলাইন্সের ফ্লাইট-১৩৮০ উড়োজাহাজটিকে এ দুর্ঘটনা ঘটেছে। উড়োজাহাজটি নিউ ইয়র্কে লা গার্ডিয়া বিমানবন্দর থেকে টেক্সাসের ডালাসে যাচ্ছিল। দুর্ঘটনার সময় সেটিতে ১৪৩ জন যাত্রী ও পাঁচজন ক্রু ছিলেন। নিহত যাত্রীর নাম জেনিফার রিওরডান।
কয়েকজন প্রত্যক্ষদর্শী যাত্রী জানান, উড়োজাহাজটির বাম দিকের ইঞ্জিন বিস্ফোরিত হয়ে সেটির কাছের একটি জানালা ভেঙে যায় এবং সেখান দিয়ে প্রচণ্ড বেগে বইতে থাকা বাতাস এক নারীকে প্রায় উড়িয়ে নিয়ে যাচ্ছিল। অন্য যাত্রীরা তাকে টেনে ধরেছিলেন। কিন্তু তারপরও শেষ রক্ষা হয়নি। বাতাসের প্রচণ্ড চাপে ওই জানালার পাশে থাকা নারী যাত্রীটি বাইরে ছিটকে পড়েন।
ইঞ্জিন বিস্ফোরণের পর উড়োজাহাজটি ফিলাডেলফিয়ায় জরুরি অবতরণ করতে সক্ষম হয়। দুর্ঘটনায় উড়োজাহাজটির জানালা, ডানা এবং কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরো ৭ যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। প্রাথমিক অনুসন্ধানে ইঞ্জিনের ফ্যানের একটি ব্লেড খুঁজে পাওয়া যায়নি।
নিউ মেক্সিকোর আলবুকার্কের বাসিন্দা দুই সন্তানের জননী রিওরডান একটি ব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট ছিলেন।
যুক্তরাষ্ট্রে সর্বশেষ ২০০৯ সালে বাণিজ্যিক উড়োজাহাজ দুর্ঘটনায় যাত্রীর মৃত্যু হয়েছিল।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
Wednesday, April 18, 2018
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment