ইতালিতে ১৩ জন রোগীকে হত্যার ঘটনায় সন্দেহজনক একজন রেজিস্টার্ড নার্সকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ এই কেইসটিকে ‘দ্য কিলার অন ওয়ার্ড’ বলে জানিয়েছে। খবর বিবিসি’র।
আনসা সংবাদ সংস্থার বরাতে জানা গেছে, গ্রেফতার হওয়া ৫৫ বছর বয়সী সন্দেহভাজন ওই নারী ১৯৮০-এর দশক থেকে তাসকানিতে বসবাস করছেন।
বুধবার দিনের শেষ দিকে তাকে স্বাস্থ্য ও ওষুধ সম্পর্কে বিশেষজ্ঞ ইতালির এনএএস পুলিশ ইউনিট গ্রেফতার করে। নিহতরা বয়স্ক বলে জানানো হয়েছে। তাদের প্রত্যেকেরই বিভিন্ন ধরনের অসুস্থতা ছিল।
ইতালির তাসকানি অঞ্চলের উপকূলীয় ছোট্ট শহর পিয়োমবিনোর একটি হাসপাতালে ওই নার্স অ্যানাসথেসিয়া এবং ইনটেনসিভ কেয়ার ইউনিটে কাজ করতেন।
২০১৪ থেকে ২০১৫ সালের মধ্যে ওই রোগীরা মারা যান।
ইতালির গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে তারা সবাই ইঞ্জেকশনের মাধ্যমে কিংবা অন্য উপায়ে শরীরে ওষুধ প্রয়োগের কারণে মারা যান।
পুলিশ জানিয়েছে, কয়েক মাস ধরেই তারা সন্দেহভাজনকে পর্যবেক্ষণ করছিলেন।
No comments:
Post a Comment