জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্র ছিল ৬। শুক্রবার ভূমিকম্প হয়। তবে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভূমিকম্পে সুনামির কোন সতর্কতা দেয়া হয় নি।বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানায়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র (ইউএসজিএস) ও জাপানের আবহাওয়া সংস্থা জানায়, স্থানীয় সময় সকাল ১১টা ৩৯ মিনিটে জাপানের প্রধান দ্বীপ হোনশুর অদূরে এই ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল টোকিও থেকে ৩৫০ কিলোমিটার (৩৯৫মাইল) দক্ষিণপশ্চিমে ১০ কিলোমিটার গভীরে।
সরকারি সম্প্রচার কেন্দ্র এনএইচকে জানিয়েছে, এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে প্রাকৃতিক দুর্যোগটির কারণে দেশটির কয়েকটি বুলেট ট্রেন কিছু সময়ের জন্য যাত্রা বিরতি করে।
No comments:
Post a Comment