লেসবস থেকে এইচআরডব্লিউ-এর কর্মী ইভা কসে জানিয়েছেন, ইউরোপীয় সংবাদ সংস্থা ফ্রনটেক্সের তথ্য মতে. ওই জাহাজে যারা রয়েছেন তারা মূলত বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং মরক্কোর নাগরিক। আর যাদের ঘিরে এই চুক্তি হয়েছিল সেই সিরীয় নাগরিক রয়েছে মোটে দুজন।
তিনি আরও জানিয়েছেন, সিরিয়ান ছাড়া অন্য সবাইকে এখন একটি ক্যাম্পে রাখা হবে এবং পরে দেশে ফেরত পাঠিয়ে দেয়া হবে। তাদের মধ্যে ওই বাংলাদেশিরাও থাকবে।
সিরিয়াসহ আফ্রিকার কয়েকটি দেশ থেকে ইউরোপমুখী অভিবাসীদের অন্যতম প্রবেশপথ তুরস্ক হয়ে সমুদ্রপথে গ্রিস। তারপর সেখান থেকে ইউরোপের অন্য কোথাও যাচ্ছে তারা। অভিবাসীদের স্রোত ঠেকাতে কয়েক সপ্তাহ আগে চুক্তি করে ইইউ ও তুরস্ক।
এদিকে, সোমবার বাংলাদেশে সফরে এসেছে ইইউ প্রতিনিধি দল। বাংলাদেশ থেকে যাওয়া এ ধরনের অভিবাসীদের নিয়ে তারা কথা বলবেন বলে জানা গেছে।


No comments:
Post a Comment