Friday, April 8, 2016
ভেনিজুয়েলায় সাপ্তাহিক ছুটি ৩দিন
লাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলায় বিদ্যুৎ সংকট সামাল দিতে আগামী দুই মাসের জন্য সাপ্তাহিক ছুটি বাড়িয়ে তিন দিন করা হয়েছে। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই ঘোষণা দেন। খবর ইউএসএ টুডের। নতুন ঘোষণা অনুযায়ী, দেশটির ১০ লাখেরও বেশি সরকারি কর্মকর্তা-কর্মচারী দুই মাস শুক্র থেকে রোববার পর্যন্ত সাপ্তাহিক ছুটি পাবেন। এর ফলে বিদ্যুৎ খরচ ২০ ভাগ সাশ্রয় হবে বলে ভাষণে দাবি করেন মাদুরো। বিদ্যুৎ সংকট মোকাবেলায় দেশবাসীকেও বিদ্যুৎ ব্যবহারে কৃচ্ছতা সাধন করতে বলেন তিনি। উল্লেখ্য, ভেনিজুয়েলার বিদ্যুতের ৭০ ভাগই আসে জলবিদ্যুৎ কেন্দ্র থেকে। তবে জলবায়ুতে এল নিনোর প্রভাব পড়ায় উৎপাদন হ্রাস পেয়েছে।
Labels:
আন্তর্জাতিক,
লাতিন আমেরিকা
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment