যুক্তরাষ্ট্রের সাইট ইন্টেলিজেন্স গ্রুপ টুইটারে জানিয়েছে যে, গুলশানের স্প্যানিশ রেস্তোরাঁয় হামলার ঘটনায় আইএস দায় স্বীকার করেছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে (বাংলাদেশ সময়) আইএসের কথিত সংবাদ সংস্থা আমাক নিউজের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ এ খবর দিয়েছে।
মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠনের সংবাদ প্রচারক আমাক এজেন্সীর বরাত দিয়ে তিনি এ কথা বলেন।জঙ্গি সংগঠনটির দাবি, তাদের হামলায় ২০ জন নিহত হয়েছে।
শুক্রবার রাত ৯ টার দিকে গুলশান ৭৯ নম্বর সড়কে হলি আর্টিজান বেকারিতে গোলাগুলি ও বোমা হামলায় অংশ নিয়েছে ৮-১০ জন যুবক। পুলিশের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ওই যুবকরা পিঠে ব্যাগ নিয়ে “আল্লাহু আকবর” শ্লোগান দিয়ে হামলা চালায়। অসমর্থিত একটি সূত্রে জানা গেছে, ১ জন বিদেশি নাগরিক মারা গেছে। কমপক্ষে ১০ জন পুলিশ গুলিবিদ্ধ। গুলশানে গুলিবিদ্ধ বনানী থানার ওসি সালাউদ্দিন নিহত হয়েছেন। এছাড়া কমপক্ষে ২৫ জন পুলিশ গুলিবিদ্ধ হয়েছেন।
বেকারিতে সন্ত্রাসীদের হাতে জিম্মিদের মধ্যে ২০ জন বিদেশি রয়েছেন বলে জানিয়েছেন বেকারির সুপারভাইজার সুমন রেজা।
শুক্রবার রাত ৯ টার দিকে গুলশান ৭৯ নম্বর সড়কে হলি আর্টিজান বেকারিতে গোলাগুলি ও বোমা হামলায় অংশ নিয়েছে ৮-১০ জন যুবক। পুলিশের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ওই যুবকরা পিঠে ব্যাগ নিয়ে “আল্লাহু আকবর” শ্লোগান দিয়ে হামলা চালায়। অসমর্থিত একটি সূত্রে জানা গেছে, ১ জন বিদেশি নাগরিক মারা গেছে। কমপক্ষে ১০ জন পুলিশ গুলিবিদ্ধ। গুলশানে গুলিবিদ্ধ বনানী থানার ওসি সালাউদ্দিন নিহত হয়েছেন। এছাড়া কমপক্ষে ২৫ জন পুলিশ গুলিবিদ্ধ হয়েছেন।
বেকারিতে সন্ত্রাসীদের হাতে জিম্মিদের মধ্যে ২০ জন বিদেশি রয়েছেন বলে জানিয়েছেন বেকারির সুপারভাইজার সুমন রেজা।
No comments:
Post a Comment