তুরস্কে অভ্যুত্থানচেষ্টার সঙ্গে জড়িত ছিল এমন সন্দেহে দেশটির ২৮৩ জন প্রেসিডেনশিয়াল গার্ডকে গ্রেফতার করা হয়েছে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের দেহরক্ষী হিসেবে নিয়োজিত ছিল তারা। প্রেস টিভি তাদের প্রতিবেদনে এ কথা জানিয়েছে।
স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়, এসব দেহরক্ষী রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট প্রাসাদে মোতায়েন বিশেষ বাহিনীর সদস্য ছিলেন। এই বাহিনীর সদস্য সংখ্যা অন্তত ২,৫০০। অভ্যুত্থানচেষ্টার সঙ্গে কোনো না কোনো ধরনের সম্পৃক্ততা পাওয়ার পর অন্তত ৫০ হাজার লোককে আটক কিংবা বরখাস্ত করা হয়েছে।
অভ্যুত্থানচেষ্টার সময় এরদোগান ছিলেন কৃষ্ণসাগরীয় অবকাশযাপন কেন্দ্রে। খবর পেয়ে তিনি ইস্তাম্বুল ফিরে আসেন। এরদোগানকে হত্যার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তিনি অল্পের জন্য রক্ষা পান। প্রেসটিভি ডটআইআর।
No comments:
Post a Comment