Social Icons

Tuesday, July 19, 2016

হামলা প্রতিরোধে ফ্রান্স সরকার ব্যর্থ: সারকোজি

সন্ত্রাসী হামলা প্রতিরোধে ব্যর্থতার জন্য সরকারের সমালোচনা করেছেন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। তিনি দাবি করেনজনগণকে নিরাপত্তা দিতে সরকার যথেষ্ট পদক্ষেপ নেয়নি। নিসে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে সরকোজি এসব কথা বলেন।
 
একটি ফরাসি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাত্কারে সারকোজি উগ্র ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো বিদেশি নাগরিককে ফ্রান্স থেকে বের করে দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি উগ্রপন্থীদের বিশেষভাবে চিহ্নিত করার কথা বলেন।
 
ফ্রান্সের ডানপন্থী বিরোধী দলের নেতারা বলেনগণতন্ত্রকে অবশ্যই দুর্বল হওয়া চলবে নাএখানে শুধু স্মরণের অবকাশ নেই। গণতন্ত্রকে অবশ্যই বলতে হবেআমরা যুদ্ধে জিতব।
 
উল্লেখ্যএশিয়া-আফ্রিকার বিভিন্ন দেশে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার দাবি করেছে ফরাসী সরকার। তবে গত ১৮ মাসে কয়েকটি হামলার ফলে সমালোচনার মুখে পড়েছে ওঁলাদ প্রশাসন।
 
গত বৃহস্পতিবার ফ্রান্সের জাতীয় দিবস বাস্তিল ডে উপলক্ষে দেশটির নিসে শহরে আয়োজিত অনুষ্ঠানে ট্রাক হামলায় ৮৪ জন নিহত হন। পরে হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হন। ওই ঘটনায় আহতদের মধ্যে এখনো হাসপাতালে চিকিত্সাধীন আছেন ৮৫ জন। এদের মধ্যে ১৮ জনের অবস্থা গুরুতর। নিসের ঘটনায় নিহতদের মধ্যে এখন পর্যন্ত ৩৫ জনকে শনাক্ত করা হয়েছে।
 
এদিকে নিসে হামলাকারী তিউনিসীয় নাগরিক মোহাম্মদ লহৌয়েজ বৌহলেলের সঙ্গে উগ্রপন্থী কোনো সংগঠনের সংশ্লিষ্টতার প্রমাণ এখনো পাওয়া যায়নি। প্রতিবেশীদের ভাষ্যমতেএকাকী থাকা এই ব্যক্তি  মদ্যপান করতেনএমনকি নাচেও অংশ নিতেন। তবে ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস বলেনওই হামলাকারী দ্রুত উগ্রপন্থী আদর্শ গ্রহণ করেন এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে এই হামলা চালিয়েছেন। -বিবিসি

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates