Thursday, July 21, 2016
শীর্ষ সন্ত্রাসীর তালিকায় নাম : গুগলের বিরুদ্ধে মোদির মামলা
সার্চ ইঞ্জিন গুগলে টপ টেন ক্রিমিন্যালস লিস্টে সার্চ করলে আসছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। এই চরম অবমাননাকর সার্চ রেজাল্টের জন্য গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ভারতে ওই সংস্থার প্রধানকে নোটিশ দিল আদালত। এর আগে গত বছর জুনেও গুগলে এমন একটি সার্চ রেজাল্ট নিয়ে তুমুল হইচই হয়েছিল। তখন নিগার হাউস বলে সার্চ করলে দেখা যাচ্ছিল হোয়াইট হাউসের ছবি। গুগলে বিশ্বের সেরা ১০ অপরাধী বলে সার্চ করলেই অন্য অনেক অপরাধীর সঙ্গে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদির ছবি। লখনউ জেলা আদালতে আইনজীবী সুশীল কুমার মিশ্রের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা জজ মাহতাব আহমেদ ওই নোটিশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৩১ আগস্ট। অভিযোগকারী জানিয়েছেন, প্রথমে তিনি বিষয়টি গুগল কর্তৃপক্ষের নজরে এনেছিলেন এবং তাদের শুধরে নেওয়ার চিঠি দিয়েছিলেন। কিন্তু তাতে কেউ কর্ণপাত করেননি। এমনকি তার চিঠির জবাবও দেননি গুগল কর্তৃপক্ষ। এরপর তিনি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু পুলিশও লিখিত অভিযোগ নিতে অস্বীকার করেছিল।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment