Social Icons

Thursday, July 21, 2016

‘জঙ্গি হামলার নামে গুজব ছড়ালে আইনগত ব্যবস্থা’

জঙ্গি হামলার নামে গুজব ছড়ানো ফৌজদারি অপরাধ। যারা এ ধরণের গুজব ছড়াচ্ছে তাদেরকে ফৌজদারি আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। বৃহস্পতিবার সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন। 
 
রাজধানীর কিছু গুরুত্বপূর্ণ জায়গায় হামলা হতে পারে-সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর কিছুদিন আসছে। এই বিষয়ে আছাদুজ্জামান বলেন, শুধুমাত্র আতঙ্ক ছড়ানোর জন্য একটি মহল উদ্দেশ্যমূলকভাবে এসব ছড়াচ্ছে।
 
তিনি বলেন, যারা এসব গুজব ছড়াচ্ছে তাদের উদ্দেশ্য বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করা। এই ধরণের গুজব ছড়ানো ফৌজদারি অপরাধ। আমরা তাদেরকে খুঁজে বের করব এবং বিচারের কাঠগড়ায় দাঁড় করাব।
 
গুলশান হামলার বিষয়ে আছাদুজ্জামান মিয়া বলেন, যারা এই রিক্রুটমেন্টের সাথে জড়িত, প্রশিক্ষণের সাথে জড়িত, অর্থ দেয়ার সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করছি। মামলা তদন্তাধীন থাকলে মামলার কিছু তথ্য আছে যেগুলো প্রকাশ করলে পরবর্তী তথ্যগুলো পাওয়া যায় না।
 
কোনো গুজবে আতঙ্কিত না হয়ে অস্বাভাবিক কিছু নজরে এলে পুলিশকে তথ্য দিয়ে সহায়তার জন্যও নগরবাসীর প্রতি অনুরোধ জানান ঢাকা মহানগর পুলিশ কমিশনার।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates