আমি এটা জানতে চাই, কোন মেডিকেল পরীক্ষা করলে জানা যাবে যে মেয়েটি কতোজন ছেলের সাথে সহবাস করছে?
ফরেনসিক টেষ্ট এর মাধ্যমে জানা যায় একটি মেয়ে কতজন পুরুষের সাথে মিলন করেছে। ছেলে ও মেয়ের প্রথম সহবাস করার সমই ছেলেটি মেয়ের যোনি দেখে কিভাবে বুঝবে যে মেয়েটি এটাই প্রথম সহবাস করছে, নাকি এর আগেও কারো সাথে করেছে?
প্রথম কয়েক বার সহবাস করলেউ যোনির কোন পরিবর্তন হয়না, আর প্রথম সহবাস রক্ত বের না হলেই যে মেয়েটি কুমারি নয় এটা সম্পূর্ণ মিথ্যা। মেয়েদের যোনি মুখে একটা পাতলা পর্দা থাকে এবং সেটাই হলো সতি পর্দা। এটা অনেক কারনেই ফেটে যেতে পারে যেমন, সাঁতার কাটার সময়,সাইকেল চালানোর সময়, বেশি দৌর ঝাপ করলে ফেটে যায়।
তাই রক্ত বের হতেই হবে এমন কোন কথা নেই। নারীর কুমারীত্ব পরীক্ষার জন্য তৈরী হলো ভার্জিনিটি টেষ্টার মেয়েদের মিথ্যা কুমারীত্ব দাবী আর নয়। তাই এমন এক রক্তপাত না হলে সে ভার্জিন নয়। এ আসলে ঠিক না। কারণ কোন রকম হস্তমৈথুন বা সহবাস করার আগেই একটি মেয়ে ভর্জিনিটি হারাতে পারে।
তবে এখন বুঝা যাবে আসলে নারী সহবাসের মাধ্যমে ভার্জিনিটি হারিয়েছে নাকি অন্য কোন স্বাভাবিক কারনে(খেলাধূলা, সাঁতার বা কোন ভারী কাজের মাধ্যমে) হারিয়েছে।কারণ এখন ভার্জিনিটি টেষ্ট করার জন্য আবিষ্কৃত হয়েছে ভার্জিনিটি টেষ্টার। বিয়েরপর স্বামী যেমন স্ত্রীকে মিথ্য দোয়ারোপ করতে পারবে না, তেমনি স্ত্রীও কারো সাথে অবৈধ সম্পর্কের মাধ্যমে কৃমারিত্ব হারালেও বুঝা যাবে।
Friday, July 15, 2016
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment