ঢাকার গুলশানে রেস্তোরাঁয় জঙ্গিদের হাতে ভারতীয়র এক তরুণীর মৃত্যু হয়েছে । ঢাকার আমেরিকান স্কুলেই পড়াশোনা। জীবনের একটা দীর্ঘসময় কেটেছে ঢাকাতেই। বর্তমানে আমেরিকার বার্কলেতে পড়াশোনা করছিলেন ভারতীয় তরুণী তারিশি জৈন। সম্প্রতি বার্কলে থেকে ফিরে ঢাকায় গিয়েছিলেন তিনি।
কিন্তু, দেশে আর ফিরে আসা হল না। শুক্রবার ঢাকার অভিজাত ভিভিআইপি জোন গুলশানের স্প্যানিশ রেস্তোরাঁ হালি আর্টিজানে গিয়েছিলেন তারিশি। আর সেসময়ই আইসিস জঙ্গিরা তাঁদের পণবন্দি বানায়।
কিন্তু, দেশে আর ফিরে আসা হল না। শুক্রবার ঢাকার অভিজাত ভিভিআইপি জোন গুলশানের স্প্যানিশ রেস্তোরাঁ হালি আর্টিজানে গিয়েছিলেন তারিশি। আর সেসময়ই আইসিস জঙ্গিরা তাঁদের পণবন্দি বানায়।
জঙ্গি এবং বাংলাদেশের সেনা কম্যান্ডোর লড়াই শেষে যে নিহতদের দেহ রেস্তোরাঁ থেকে বের করা হয়েছে তার মধ্যে তারিশিও আছেন। বাংলাদেশ সেনা জানিয়েছে, চূড়ান্ত অপারেশন শুরুর আগেই কিছু বন্দিকে হত্যা করেছিল জঙ্গিরা। তারিশিকে জঙ্গিরা গলা কেটে খুন করে।
তারিশির কথা জানতে পেরে টুইট করে শোকপ্রকাশ করেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
তারিশির কথা জানতে পেরে টুইট করে শোকপ্রকাশ করেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
সেইসঙ্গে তিনি আরো জানান, তারিশির বাবা ও মা-র সঙ্গেও কথা বলেছেন তিনি। ঢাকায় যাতে তাঁরা অতি শীঘ্রই পৌঁছাতে পারেন তার জন্য ভারত সরকার ভিসার বন্দোবস্ত করছে বলেও জানিয়েছেন তিনি।
No comments:
Post a Comment