জানা গেছে, পেত্রব্রাসের প্রধান নির্বাহী হচ্ছেন সাবেক জ্বালানি মন্ত্রী পেড্রো প্যারিনেট।
পেত্রব্রাস দুর্নীতির দায়ে কলঙ্কিত একটি প্রতিষ্ঠান যা ব্রাজিলের রাজনীতিকে ব্যাপকভাবে নাড়া দিয়েছিল। বর্তমানে নতুন করে প্রতিষ্ঠানকে চাঙ্গা করতেই তারা ২০২০ সালের মধ্যে ১২ হাজার কর্মী ছাটাই করার পরিকল্পনাও করেছে।
সম্প্রতি পেত্রব্রাস তাদের গত দুই বছরের একটি আর্থিক রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে তারা উল্লেখ করেছে, ১.২৩ বিলিয়ন ডলার আয়ের জন্যই তারা ১২ হাজার কর্মীকে চাকরিচ্যুত করতে চায়। যা কোম্পানির বিনিয়োগ প্রক্রিয়ার একটা অংশ।
যদিও গত দুই বছরে দুর্নীতির ফলে এ প্রতিষ্ঠানে তেলের মূল্য নির্ধারণ করা হয়নি, এছাড়া ঘুষ এবং রাজনৈতিক কারণে এ প্রতিষ্ঠানটির অবস্থা এখন নাজুক। পাশাপাশি দুর্নীতির দায়ে পেত্রব্রাসের কয়েকজন নির্বাহীকে আটক করে জেলেও পাঠানো হয়েছে।
এবিষয়ে পেত্রব্রাসের নতুন প্রধান নির্বাহী প্যারিনেট সাংবাদিকদের জানান, "তিনি এই শর্তে পেত্রব্রাসে কাজ করতে রাজি হয়েছে যে প্রেসিডেন্ট মিচেল তেমের নির্বাহী পদে কোনো রাজনৈতিক ব্যক্তিকে নিয়োগ দেবে না"।
উল্লেখ্য, ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট দিলমা গত সপ্তাহে প্রেসিডেন্টের পদ থেকে ছয় মাসের জন্য পদত্যাগ করেছেন তার অবর্তমানে মিচেল তেমের ব্রাজিলের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে।
সূত্রঃ বিবিসি
No comments:
Post a Comment