মিয়ানমারে একটি মসজিদে আগুন দিয়েছে একদল লোক। দেশটির উত্তরাঞ্চলে এই ঘটনা ঘটেছে। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার মসজিদে হামলার হলো দেশটিতে।
গত শুক্রবার উত্তেজিত জনতা মসজিদটিতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। ওই এলাকাটিতে এখন পাহারা দিচ্ছে পুলিশ।
গত সপ্তাহেও মিয়ানমারে একটি মসজিদে হামলা হয়েছিল। নির্মাণ সংক্রান্ত বিরোধের জের থেকে তখন ওই হামলা হয়েছিল। ধর্মীয় সহিংসতা রোধে সরকারকে জাতিসংঘের অব্যাহত চাপের মধ্যে এমন ঘটনা ঘটছে সেখানে।
বিবিসির খবরে জানানো হয়েছে, মসজিদের নিরাপত্তায় থাকা পুলিশের ওপর প্রথমে হামলা চালায় উত্তেজিত জনতা। এর পর মসজিদে আগুন দিয়ে ফায়ার ব্রিগেডকে পৌঁছতে বাধা দেয় তারা।
স্থানীয় পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, বৌদ্ধ প্যাগোডার পাশে মসজিদ নির্মাণ করা নিয়ে বিরোধ শুরু হয়। সেখানকার পরিস্থিতি এখন শান্ত আছে বলে তিনি জানান।


No comments:
Post a Comment