গত বিশ্বকাপে বাজেভাবে বিদায় নিতে হয় দলটিকে। এরপর গত বছরের কোপা আমেরিকাতেও প্রত্যাশা পূরণ হয়নি। সব মিলিয়ে দুঙ্গা তার পুরনো ছক পাল্টে ফেলে নতুন করে শুরু করতে চাচ্ছেন।
২৪ বছর বয়সী নেইমার অনেক দিন ধরেই ব্রাজিলের সবচেয়ে বড় তারকা। এরই মধ্যে দুই বছর হয়ে গেল জাতীয় দল ব্রাজিলের অধিনায়কত্ব করছেন।
সম্প্রতি পেলে ইএসপিএন এফসিকে এক সাক্ষাৎকারে বলেন, "ব্রাজিলের বর্তমান দলে ব্যক্তি নৈপুণ্যের ঝলক একমাত্র বার্সেলোনার এই তারকার মধ্যেই আছে"।
ব্রাজিলের ফুটবল সংশ্লিষ্টরা মনে করেন অধিনায়ক হয়ে চাপে থাকার কারণে নিজের খেলার ক্ষতি হচ্ছে। তাই তো জোর গুঞ্জন, শীঘ্রই ব্রাজিলের অধিনায়ক পদ থেকে সরিয়ে দেয়া হচ্ছে নেইমারকে।
তবে চাপমুক্ত হয়ে খেলার জন্যই এমন করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সেলেসাও কোচ কার্লোস দুঙ্গা।
এক সাক্ষাতকারে দুঙ্গা বলেন, "প্রথমে আমি ভেবেছিলাম নেইমারকে অধিনায়ক করলে সেটা মাঠে তাকে আরও নিরাপত্তা দেবে। সে নিজেকে আরও গুরুত্বপূর্ণ মনে করবে। সেটা না হওয়ায় দলে কিছুটা পরিবর্তন আনতে চাই"।
বার্সেলোনা আর ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা অনুযায়ী নেইমার আগামী ৩ জুন কোপা আমেরিকায় খেলবেন না। তারকা এই ফরোয়ার্ড খেলবেন ৫ অগাস্ট দেশের মাটিতে রিও দে জেনেইরো অলিম্পিকে।
২৪ বছর বয়সী নেইমার অনেক দিন ধরেই ব্রাজিলের সবচেয়ে বড় তারকা। এরই মধ্যে দুই বছর হয়ে গেল জাতীয় দল ব্রাজিলের অধিনায়কত্ব করছেন।
সম্প্রতি পেলে ইএসপিএন এফসিকে এক সাক্ষাৎকারে বলেন, "ব্রাজিলের বর্তমান দলে ব্যক্তি নৈপুণ্যের ঝলক একমাত্র বার্সেলোনার এই তারকার মধ্যেই আছে"।
ব্রাজিলের ফুটবল সংশ্লিষ্টরা মনে করেন অধিনায়ক হয়ে চাপে থাকার কারণে নিজের খেলার ক্ষতি হচ্ছে। তাই তো জোর গুঞ্জন, শীঘ্রই ব্রাজিলের অধিনায়ক পদ থেকে সরিয়ে দেয়া হচ্ছে নেইমারকে।
তবে চাপমুক্ত হয়ে খেলার জন্যই এমন করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সেলেসাও কোচ কার্লোস দুঙ্গা।
এক সাক্ষাতকারে দুঙ্গা বলেন, "প্রথমে আমি ভেবেছিলাম নেইমারকে অধিনায়ক করলে সেটা মাঠে তাকে আরও নিরাপত্তা দেবে। সে নিজেকে আরও গুরুত্বপূর্ণ মনে করবে। সেটা না হওয়ায় দলে কিছুটা পরিবর্তন আনতে চাই"।
বার্সেলোনা আর ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা অনুযায়ী নেইমার আগামী ৩ জুন কোপা আমেরিকায় খেলবেন না। তারকা এই ফরোয়ার্ড খেলবেন ৫ অগাস্ট দেশের মাটিতে রিও দে জেনেইরো অলিম্পিকে।
সূত্রঃ ইএসপিএন এফসি
No comments:
Post a Comment