Social Icons

Sunday, July 17, 2016

জঙ্গিরা বাংলাদেশে সফল হবে না : বেনজীর

বাংলাদেশে জঙ্গিবাদের পেছনে কারা জড়িত, তা জানেন বলে দাবি করলেন র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘এখানে (বাংলাদেশে) কেউ কিছু করে সাকসেসফুল হবেন না। এই শক্তিকে আমরা পরাজিত করেছি, আরেকবার করব।
 
রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক মতবিনিময় সভায় এ দাবি করেন তিনি। জঙ্গিবাদ মোকাবেলায় বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষের মধ্যে সচেতনতা তৈরি এবং তরুণ-যুবকদের জঙ্গিবাদে ঝুঁকে পড়া ঠেকাতে করণীয় ঠিক করতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে মতবিনিময় সভার আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে র‌্যাব প্রধানসহ আইন-শৃঙ্খলা বাহিনীগুলোর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বেনজীর আহমেদ বলেন, ‘যারা পেছন থেকে খেলছেন, আমরা জানি কারা খেলছেন। এই ক্ষুদ্র গোষ্ঠী স্বার্থে, ব্যক্তি স্বার্থে দানব নিয়ে খেলছেন। দানবের হাতে আপনারা নিশ্চিহ্ন হবেন।’
 
গত দেড় বছরে বেশ কয়েকটি হত্যাকাণ্ডের পর গত ১ জুলাই গুলশানে হলি আর্টিজান বেকারিতে নজিরবিহীন হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যার ছয় দিনের মধ্যে শোলাকিয়ায় ঈদ জামাতের কাছে পুলিশের উপর হামলা হয়।
 
দুটি ঘটনায়ই নিহত হামলাকারীদের মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী রয়েছে, যারা ঘর ছেড়ে পালিয়েছিলেন বেশ কিছুদিন আগে। এরপর আইনশৃঙ্খলা বাহিনী অন্তত ১০ জন নিখোঁজ যুবকের তালিকা দেয়, যারা জঙ্গিবাদে জড়িয়ে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।
 
 
তিনি বলেন, ‘সুফিদের দেশ, সাধকদের দেশ, বাউলদের দেশ, ফকিরের দেশ, সন্ন্যাসীদের দেশ, রবীন্দ্রনাথের দেশ, নজরুলের দেশ, বঙ্গবন্ধুর দেশে এগুলো (জঙ্গি তৎপরতা) হবে না।’
 
জঙ্গিবাদ প্রতিরোধে দেশের ১৬ কোটি মানুষের ঐক্যবদ্ধ হওয়ার উপর জোর দিয়ে র‌্যাবের মহাপরিচালক বলেন, “আমরা যদি ঐক্যবদ্ধ হই, তাহলে এদেশের ইঞ্চি ইঞ্চি করে এসব মুষ্টিমেয় লোকজনকে খুঁজে বের করে নিশ্চিহ্ন করার ক্ষমতা রাখি।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates