Social Icons

Monday, July 18, 2016

টোকিওতে যাত্রীবাহী বিমানের জরুরি অবতরণ



জাপানের রাজধানী টোকিওতে হাওয়াই এয়ারলাইন্সের একটি বিমান জরুরি অবতরণ করেছে। রবিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। এ সময় বিমানের চাকা ফেটে যায়। এতে একটি রানওয়ে বন্ধ করে দেয়া হয় এবং বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়।
 
এনএইচকে টেলিভিশনের খবরে বলা হয়, হাওয়াইয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এইচএ ৪৫৮ টোকিও’র হানেদা বিমানবন্দর থেকে হনোলুল যাচ্ছিল। তবে হাইড্রোলিক সিস্টেমে অস্বাভাবিকতা চিহ্নিত হওয়ার পর বিমানটি ফের টোকিও ফিরে আসে। 
 
খবরে বলা হয়, এয়ারবাস ৩৩০ স্থানীয় সময় রবিবার দিবাগত রাত দেড়টায় হানেদার একটি রানওয়েতে অবতরণ করে। 
 
আসাহি শিমবুন পত্রিকার খবরে বলা হয়, বিমানটিতে ২৯৩ যাত্রী ও ক্রু ছিলেন। তবে কেউ আহত হননি।
 
অবতরণ করার সময় বিমানের ১০ চাকার আটটি ফেটে যায় । এ সময় বিমান থেকে রানওয়েতে কিছু তেল পড়ে। এরপর রানওয়েটি বন্ধ করে দেয়া হয় এবং জাপান এয়ারলাইন্সের কমপক্ষে ১৪টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়। এছাড়া বেশ কয়েকটি ফ্লাইটের বিলম্ব হয়।
 
এ ব্যাপারে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে পরিবহণ মন্ত্রণালয় ও হাওয়াইয়ান এয়ারলাইন্সের কর্মকর্তাদের পাওয়া যায়নি। খবর: এএফপি।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates