ইয়েমেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নগরী মুকাল্লায় সোমবার সেনা চেকপয়েন্টে দুটি পৃথক আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৬ সেনা নিহত হয়েছে। জোড়া হামলায় আহত হয়েছে কমপক্ষে ৩০ জন।
মুকাল্লা শহর ছিল আল-কায়েদার সাবেক ঘাঁটি। মুকাল্লার পশ্চিমাঞ্চলে এক বোমা হামলাকারী গাড়ি চালিয়ে একটি চেকপয়েন্টে হামলা চালায়। নগরীর মধ্যাঞ্চলে দ্বিতীয় হামলাটি চালানো হয়। জেনারেল ফারাজ সালেমাইন এই ঘটনার জন্য ‘সন্ত্রাসীদের’ দায়ী করেছেন। এএফপি।


No comments:
Post a Comment