ব্রাজিলের সরকারের তরফ থেকে বলা হয়েছে, বিশ্বব্যাপী ধারাবাহিক সন্ত্রাসী হামলার কারণে অলিম্পিক গেমসে অনেক দর্শকই স্বস্তি পাবে না, কিন্তু আমরা তাদের জন্য অধিক নিরাপত্তা দিতে প্রস্তুত আছি। আসন্ন এই গেমসে অন্তত ৫ লক্ষ বিদেশী দর্শক উপস্থিত থাকবে বলে আশা করা হচ্ছে।
ব্রাজিলের প্রতিরক্ষা মন্ত্রী রাউল জুংমান বলেছেন, “ফ্রান্সের নিসে হামলা আমাদের জন্য উদ্বেগজনক। বিশ্বের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে আমরা কিছু প্রক্রিয়া অনুসরণ করব। নিরাপত্তার অংশ হিসেবে সব দর্শকদের বিভিন্ন পয়েন্টে চেক করা হবে”।
ব্রাজিলের রিও ডি জেনিরোতে গেমস চলাকালীন সময়ে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এবং গেমস চলাকালীন সময় কোন ট্রাক সেখানে ঢুকতে দেয়া হবে না।
রিও মেয়র পয়েস বলেছেন, “যেসব দেশকে টার্গেট করে হামলা চালানো হয়েছে সেসব দেশের প্রতিনিধিদের সর্বাধিক নিরাপত্তা দেয়া হবে”। এদিকে ফ্রান্সের সামরিক গোয়েন্দা জানিয়েছে রিও অলিম্পিক গেমসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটতে পারে বলে তাদের কাছে তথ্য আছে।
ব্রাজিলের ক্রীড়া মন্ত্রী লিওনার্দো সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, “ব্রাজিলের রিও ডি জেনিরোতে আগামী মাসে অলিম্পিক গেমসের জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত। দর্শকদের নিরাপত্তার জন্য সর্বাধুনিক নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করা হবে”।
নিরাপত্তা বাহিনী আগামী ২৪ জুলাই থেকে গেমসের ভেন্যুগুলিতে টহল শুরু করবে। নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তত ৪৭ হাজার পুলিশ এবং সেনাবাহিনীর ৩৮ হাজার সদস্য মোতায়েন করবে ব্রাজিল। সবমিলে নিরাপত্তাকর্মীর সংখ্যা হবে ৮০ হাজার, যা ২০১২ সালের লন্ডন অলিম্পিকে মোতায়েনকৃত নিরাপত্তা বাহিনীর প্রায় দ্বিগুণ।
সূত্রঃ বিবিসি
No comments:
Post a Comment