গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় ২০ জন নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। রবিবার এক বিবৃতির মাধ্যমে এ নিন্দা জানানো হয়।
এই হামলাকে ঘৃণ্য ও কাপুরুষোচিত উল্লেখ করে বলা হয়, “যে উদ্দেশ্যেই যখন যেখানে যারাই করুক না কেন, যে কোনো ধরনের সন্ত্রাস অপরাধ ও অগ্রহণযোগ্য এবং একে কোনো ধর্ম, জাতীয়তা, সভ্যতা বা নৃ-গোষ্ঠীর সঙ্গে যুক্ত করা উচিত নয়।
এই সন্ত্রাস বিশ্ব শান্তির জন্য হুমকিস্বরুপ। এর আগে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন এক বিবৃতির মাধ্যম এই হামলার নিন্দা জানান। মহাসচিবের মুখপাত্র বলেন, আমরা আশা করি খুব দ্রুতই জড়িতদের বিচারের আওতায় আনা হবে।
হলি আর্টিজান বেকারি নামের ওই রেস্তোরাঁয় শুক্রবারের ওই হামলায় ২০ জনের বেশি নিহতের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার মধ্যে শোক জানিয়েছে রাশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং পাকিস্তানও।
ঘটনায় ২ জন পুলিশ কর্মকর্তাও নিহত হন। অপারেশন থান্ডারবোল্ট নামের অভিযানে নিহত হয় হামলাকারী ৫ জঙ্গিও।
No comments:
Post a Comment