ফিফা ব্যালন ডি’অরের তিনজনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন নেইমার। কিন্তু এবার উয়েফার সেরা ১০ খেলোয়াড়ের তালিকাতেই জায়গা হল না বার্সেলোনার ব্রাজিলীয় ফরোয়ার্ডের। এমনকি সেরা দশে জায়গা হয়নি ব্রাজিলের কোনো ফুটবলারের।
ইউরোপের বর্ষসেরা ফুটবলারের পুরস্কারের জন্য সোমবার ১০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে উয়েফা।
নেইমারের জায়গা না হলেও প্রত্যাশিতভাবেই আছেন সময়ের সেরা দুই ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি। রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লীগ জেতানোর পাশাপাশি পর্তুগালের হয়ে প্রথমবারের মতো ইউরো জেতায় বর্ষসেরার দৌড়ে রোনাল্ডোই এবার পরিষ্কার ফেভারিট।
সেরা দশের চারজনই রিয়াল মাদ্রিদের খেলোয়াড়। রোনাল্ডো, গ্যারেথ বেল ও টনি ক্রুসের সঙ্গে কিছুটা চমক জাগিয়ে এ তালিকায় জায়গা করে নিয়েছেন পর্তুগিজ ডিফেন্ডার পেপে।
বার্সেলোনা থেকে মেসির সঙ্গী হয়েছেন লুইস সুয়ারেজ। বায়ার্ন মিউনিখ থেকেও জায়গা পেয়েছেন দু’জন। গোলকিপার ম্যানুয়েল নুয়ার ও ফরোয়ার্ড টমাস মুলার।
সেরা দশের বাকি দু’জন হলেন অ্যাটলেটিকো মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড আন্তনি গ্রিজমান ও জুভেন্টাসের ইতালীয় গোলকিপার গিয়ানলুইগি বুফন। এএফপি।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment