পাতাগোনিয়া নৈসর্গিক সৌন্দর্য্যেরই অপর নাম। মাইলের পর মাইল আপনি উপভোগ করতে পারবেন চমৎকার সব প্রাকৃতিক দৃশ্য, ২০০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত পর্বতের সারি আপনাকে করবে অভিভূত। আপনি যদি হাইকিং বা ট্রেকিং করতে ভালবাসেন তাহলে সাড়া পৃথিবীতে এর চেয়ে চমৎকার আর উপযোগী জায়গা আর নেই।
পাতাগোনিয়াকে ৩ টি ভাগে ভাগ করা যায়- আরকেনিয়া এবং লেক সংলগ্ন এলাকা, মধ্য পাতাগোনিয়া এবং দক্ষিণ পাতাগোনিয়া। প্রতিটি এলাকা ৬০০ কিলোমিটারের কাছাকাছি আয়তনের। ভ্রমণ উপাদান এবং আকর্ষণেও তারা অনন্য। ১৪/১৫ দিনের একটি ট্যুর প্ল্যান করলে শান্তিমত স্বাদ নিতে পারবেন পাতাগোনিয়ার, করতে পাবেন হাইকিং, ট্রেকিং, কায়াকিং, বাইকিংসহ আরও অনেক কিছু।
সাউদার্ণ পাতাগোনিয়া:
একেবারে দক্ষিণের পাতাগোনিয়া আপনার জন্য অপেক্ষা করছে ছবির মত সুন্দর সব দৃশ্যাবলী নিয়ে। অসাধারণ গ্রানাইট পিক, বরফাবৃত নদী, সমতলে বয়ে চলা দূরন্ত বাতাস আর বীচ সংলগ্ন ঘন বন আপনাকে মুগ্ধ করতে বাধ্য। পাতাগোনিয়ার দক্ষিণাঞ্চলের বেশীরভাগই গ্লাসিয়ার দ্বারা আবৃত। এখানে প্রধান আকর্ষণ হল লাগুনা ডি লস চিস্নেস এর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য্য এবং কুয়েভা ডেল মিলডনের প্রাকৃতিক স্মৃতিসৌধ, টোরস ডেল পাইনে এবং লস গ্লাসিয়ার্স ন্যাশনাল পার্ক।
টাইরা ডেল ফুয়েগো ন্যাশনাল পার্ক
বিশ্বের সবচেয়ে দক্ষিণের জাতীয় উদ্যান। ১৯৬০ সালে এটি প্রতিষ্ঠিত হয়। ৬৩০০০ হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত পার্কটির বিশাল এলাকা জুড়ে আছে সর্বোদক্ষিণের পর্বতগুলো। এখানে আছে লেঙ্গা এবং গুইনো চা বন যা মস আর ফার্ণ আবৃত। ঘুরে ঘুরে দেখতে পারেন এখানকার নির্বিবাদ বন্য জীবন, এমন সব প্রাণীদের বিচরণ যাদের আগে দেখেন নি কখনো। এখানে দেখতে পাবেন ২ মিটার লম্বা কালো ভ্রুর আলবাট্রস, স্টিম হাস, ডাইভিং পেট্রেল, রেড ফক্স এবং বিরল চুঙ্গুংগো অটার। পার্কটি কিন্তু ৩ দিকেই আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর বেষ্টিত। এটি আর্জেন্টিনার একমাত্র উপকূলীয় পার্ক।
লস গ্লাসিয়ার্স ন্যাশনাল পার্ক
৬ লাখ হ্যাক্টর ভূমি জুড়ে তৈরী করা হয়েছে এই অসাধারণ পার্কটি। ৪৭টি গ্লাসিয়ার্সের উৎপত্তি এখানে। বিশ্বের সবচেয়ে বড় পোলার রিজন হওয়ার কারণে এখানকার আইস ক্যাপ তৈরি করেছে বিস্ময়কর গ্লাসিয়ার্স, ঝকঝকে নীল লেক, চমকপ্রদ ভ্যালি এবং আকর্ষণীয় বরফের নদী। এলাকাটির অনেক জায়গায় এখনো মানুষের পায়ের ছাপই পরে নি। গণমানুষের প্রবেশ নিষিদ্ধ অনেক এলাকাতেই আর একারণেই নিষ্পাপ শিশুর মত সুন্দর আছে লস গ্লাসিয়ার্স।
পেরিটো মোরানো গ্লাসিয়ার্স
দক্ষিণ পাতাগোনিয়ায় আরও দেখতে পাবেন পেরিটো মোরানো গ্লাসিয়ার্স। এটি একটি জনপ্রিয় ট্যুরিস্ট আকর্ষণ এবং ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ। সারা পৃথিবীতে এটিই একমাত্র জায়গা যেখানে দেখতে পাবেন আগুয়ান হিমবাহ।
কেররো টররে
দক্ষিণ পাতাগোনিয়ার আইস ফিল্ডের অন্যতম সুউচ্চ পর্বতমালার নাম কেররো টররে। এটি মন্টে ফিডয রয়ের পশ্চিমে অবস্থিত। এর আইকনিক ড্রাগার সদৃশ চূড়া সামিট করা এখনো পর্বোতারোহীদের কাছে একটি বড় চ্যালেঞ্জ। প্রথম বিতর্কিত সামিটটি হয়েছিল ১৯৫৯ সালে। কিন্তু ভীষণ বিতর্ক থাকার কারণে রেকর্ড থেকে বাদ দেওয়া হয় এটি এবং প্রথম সামিটের বছর ধরা হয় ১৯৭৪ সালকে।
No comments:
Post a Comment