ব্রাজিল টিম মানেই পরাশক্তি হিসেবে যে কোনো আসরে হট ফেবারিট। তারকা সমৃদ্ধ এই দলটি যে কোনো প্রতিপক্ষেরই আতঙ্কের নাম।
কিন্তু সম্প্রতি নিজেদের প্রমাণ করতে পারছে না সেলেসাওরা। অনেক বড় টুর্নামেন্টে নিজেদের চেয়ে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষেও হার মানতে হচ্ছে তাদের। তাই বর্তমান ব্রাজিল দলকে দুর্ভাগা বলেছেন দেশটির গ্রেট ফুটবলার রোনালদিনহো।
প্রিমিয়ার ফুটসাল নামে একটি লিগে অংশগ্রহনের জন্য বর্তমানে ভারতে রয়েছেন রোনালদিনহো। সেখানে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাতকারে ব্রাজিলের বর্তমান বাজে অবস্থা নিয়ে রোনালদো বলেন, ‘ব্রাজিল দলে সর্বদাই প্রতিভাবান কিছু খেলোয়াড় থাকবে। তবে বর্তমান প্রজন্মের খেলোয়াড়রা এখনো নিজেদের যোগ্য প্রমান করতে পারছে না। এ দিক থেকে তারা কিছুটা দুর্ভাগা। রোনালদোর পর আমরা আদ্রিয়ানোকে পেয়েছিলাম। সে বিস্ময়কর একজন স্ট্রাইকার ছিল।’
বর্তমান ব্রাজিল দলের আরও উন্নতি কামনা করে রোনালদিনহো বলেন, ‘এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের আরও কাজ করতে হবে। আমাদের আরও দায়িত্বশীল হতে হবে।’
ভারতে এসে জওহুরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহন করেন রোনালদিনহো। ওই ম্যাচে বেঙ্গালুরুকে ৭-২ গোলে হারায় গোয়া। গোয়ার জার্সিতে গায়ে খেলতে নেমে একাই ৫ গোল করেছেন এককালে ক্যাম্প নু কাঁপানো বার্সেলোনার প্রাক্তন এই ফুটবলার।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment