Social Icons

Saturday, July 2, 2016

গুলশানে নিহতদের ৯ জন ইতালীয়

রাজধানী ঢাকার গুলশানে একটি অভিজাত রেস্টুরেন্টে জঙ্গি হামলায় নিহত ২০ জনের নয়জনই ইতালির নাগরিক বলে দেশটির সরকার জানিয়েছে।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেনতিলোনি রয়টার্স-কে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'নিহত নয়জনকে (ইতালীয়) আমরা চিহ্নিত করেছি। আরও একজন নিখোঁজ রয়েছেন, তিনি লুকিয়ে থাকতে পারেন বা আহতদের মধ্যে থাকতে পারেন।'

অন্যদিকে, হামলার ঘটনায় সাতজন জাপানি নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

তবে এখন পর্যন্ত হতাহতদের জাতীয়তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর-আইএসপিআর।

শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গুলশান ২ নম্বরের হলি আর্টিজেন রেস্টুরেন্টে একদল অস্ত্রধারী ঢুকে বিদেশীসহ বেশ কয়েকজনকে জিম্মি করে। সকালে কমান্ডো অভিযান চালিয়ে ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়।

এ সময় সেখান থেকে ২০টি মৃতদেহ বের করা হয় যাদের অধিকাংশই বিদেশী নাগরিক। তাদেরকে রাতেই গলা কেটে হত্যা করা হয় বলে আইএসপিআর জানিয়েছে।

নিহত জিম্মিদের মধ্যে তিনজন বাংলাদেশী রয়েছেন বলে তাদের পরিবার দাবি করেছে।

নিহতদের মধ্যে একজন ভারতীয় নারী রয়েছেন বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।

এছাড়া হামলার শুরুতে ডিবি এবং পুলিশের দুই কর্মকর্তা নিহত হন। সকালে কমান্ডো অভিযানে ছয় বন্দুকধারী নিহত হয় আর এক বন্দুকধারীকে আটক করা হয়।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates