Social Icons

Wednesday, November 30, 2016

জেনে নিন বাই রোডে কিভাবে ভুটান যেতে পারবেন

ভূটানকে বলা হয় সৌন্দর্যের নগরী । ভূটানে যেতে যেহেতু বাংলাদেশীদের ভিসা লাগে না তাই অসংখ্য পর্যটক প্রতিবছরই ভূটান পাড়ি জমায় । অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে কিভাবে ভূটান যেতে হয় বাই রোডে । আজকের আয়োজনটা থাকছে আপনাদের প্রশ্নগুলোকে কেন্দ্র করে । আশা করি এই লেখনির মাধ্যমে অনেকেই উপকৃত হবেন ।
বাবার মুখে যখন প্রথম শুনেছিলাম তখন মনে হয়েছিলো এ যেন এক স্বপ্নের দেশকিন্তু বাস্তব যখন সামনে এসে দাঁড়ালো তখন  দেখলাম ভূটান একটি সাজানো গোছানো পরিচ্ছন্ন ছবির মতো চোখ ধাঁধানো সৌন্দর্য নিয়ে বসে আছে । ভূটানে বাই রোডে কিভাবে যাবেন তা তুলে ধরা হলো ।
স্বপ্নের লীলাভূমি ভূটানে যেতে প্রথমেই আপনার ট্রানজিট ভিসা লাগবে । ট্রানজিট ভিসা আপনি শুধুমাত্র ঢাকার গুলশান শাখা থেকেই করিয়ে নিতে পারবেন । ট্রানজিট ভিসার বিস্তারিত বিবরণ আপনি নিচের লিঙ্কটিতে পাবেন ।
রাতে শ্যামলী এস আর বাসে উঠে পড়ুন । কল্যাণপুর থেকে রাত ৯ টায় এবং আরামবাগ থেকে রাত ৮ টায় ছাড়ে এই বাস । সকাল ৭-৮ টার মধ্যেই আপনি বুড়িমারি সীমান্তে পৌঁছে যাবেন । সকাল ৯ টায় ইমিগ্রেশনের অফিস খুলবে তখন আপনি ইমিগ্রেশন সংক্রান্ত সকল কার্যাদি সম্পন্ন করে ভারতে প্রবেশ করতে পারবেন । দুই বর্ডারের প্রয়োজনীয় কাজ সমাপ্ত হলে আপনি নির্দিষ্ট বাসে উঠে পড়ুন । 
এবার ইন্ডিয়া থেকে ভূটান যাবার জন্য ময়নাগুড়ি নামক জায়গায় নেমে অন্য একটি বাসে আপনাকে উঠতে হবে । ভাড়া পড়বে জনপ্রতি ৩০ রুপি । ভূটান-ইন্ডিয়া বর্ডারের কাছাকাছি যাবার জন্য এবার আপনাকে সাফারি নামক গাড়িতে উঠে পড়তে হবে । এরপর ৭ টাকা ভাড়া দিয়ে আপনাকে অটোতে উঠে বসতে হবে । অটোটি আপনাকে জয়গাও ইন্ডিয়ান ইমিগ্রশন অফিসে নামিয়ে দেবে । ইমিগ্রশন অফিসে এক্সিট সীল লাগিয়ে আপনি ভূটানে প্রবেশ করতে পারবেন । মনে রাখবেন কোন প্রকার ভূল তথ্য দেয়া যাবে না । 
কোন সমস্যাই হয় না ভূটান-ইন্ডিয়া বর্ডার পার হতে । ইমিগ্রশন পর্ব শেষ করেই সোজা চলে যাওয়া যায় ভূটানে ।  খাওয়া দাওয়াটাও চাইলে আপনি এখানেই সেরে নিতে পারেন, আমারমতে সেটাই ভালো হবে । তারপর আপনি আপনার নিজের ইচ্ছামতো পছন্দের শহরে চলে যেতে পারবেন ।
এখানে ঘুরে দেখার মতো রয়েছে থিম্পু, পারু, পোখারা এবং পুনাখা শহর ।
প্রথমই দিনই থিম্পু থেকে Punakha নামক শহরে যাওয়ার permit করিয়ে রাখলে পরবর্তীতে কোন সময় নষ্ট হবে না ।
অফিসিয়াল কাজ শেষে থিম্পুতে  Zoo, Dzhong, Monestry ছিল কিন্তু বুদ্ধা পয়েন্ট মনে রাখার মতন ১টা জায়গা। অসম্ভব সুন্দর ১টা শহর। দেখলেই মন ভরে যায়।
দ্বিতীয় দিন: যাত্রা করুন পুনাখার উদ্দশ্যে। সকাল ১০টায় রওনা দিলে ২-২:৩০ ঘণ্টার মতন সময় লাগে পৌছাতে। যাওয়ার পথে Duchala, Punakha Dzhong, এবং Suspension Bridge তো মাথা নষ্ট করে দেয়। আবহাওয়া অন্য শহর থেকে একটু ভিন্ন কিন্তু খুবই উপভোগ্য। কেউ ভূটান গেল, কিন্তু পুনাখা গেল না, তাহলে তার ভূটান যাত্রাই অপূর্ণ। সারাদিন ঘুরে রাতে আবার থিম্পুতে ফিরে আসাটাই ভাল হবে কারন পুনাখাতে থাকার মতন ভাল হোটেল নেই। আর থিম্পু হয়ে যেহুতু পারোতে যেতে হবে তাই থিম্পুতে চলে যাওয়াটাই ভাল সিদ্ধান্ত।
তৃতীয় দিন: থিম্পু এবং পুনাখা দেখা শেষে যাত্রা করতে পারেন স্বপ্নের শহর Paro এর উদ্দেশে। Hotel Dragon এটা ইন্ডিয়ান হোটেল খুব সম্ভবত এর মালিক কলকাতার লোক । তাই এখানে সর্ব ধরনের বাঙালি খাবার পাওয়া যায়। যেমন; সাদা ভাত, আলু ভর্তা, আলু ভাজি, শুকনা মরিচ দিয়া আলু ভর্তা, খাসির তরকারি, মুরগির তরকারি, সবজি এক কথায় পুরা ১৬ আনা বাঙালি খাওয়া তবে দাম একটু বেশি। 
এখন আসি আসল কথায়, পারো হচ্ছে ভুটানের সবচেয়ে সুন্দর শহর, এই শহরেই ওদের একমাত্র আন্তর্জাতিক এয়ারপোর্ট আছে। থিম্পু থেকে আসার পথে অনেক সুন্দর সুন্দর যায়গা আছে যা না দেখলেই নয়। এদের মধ্যে অন্যতম হল Case bridge. এটা যেমন মজার তেমনই ভয়ঙ্কর। 

চতুর্থ দিন:  এবার আপনি যেতে পারেন পারোর সব থেকে বড় আকর্ষণ Tiger Nest/ taksin. যেটা ওদের ধর্মীয় এবং পর্যটনের দিক থেকে সব থেকে গুরুত্বপূর্ণ দিক। তিন হাজার ফুট হেটে উঠতে হবে আবার নেমে আসতে হবে। পায়ে হাটার বিকল্প কোন ব্যবস্থা নাই। উঠতে সময় লাগতে পারে প্রায় ৩:৩০ ঘণ্টার মতন আবার নামতে সময় লাগে ১ ঘণ্টার বেশি। দিন শেষে এটাই হবে আপনার সব থেকে মজার এবং সারা জীবন মনে রাখার মতন একটা ঘটনা।
খরচাপাতি : 
জনপ্রতি আপনার খরচ পড়বে ১৫-১৬ হাজার টাকা (শপিং ছাড়া)।

মনে রাখা ভালো, সময় স্বল্পতার জন্য আপনি হয়তো হাভেলি ও বুম্থাং-এর মতো আকর্ষণীয় জায়গায় যেতে পারেননি। হাভেলি, বুম্থাং ঘুরলে খরচ কিছুটা বাড়বে। 

আর সব কিছুতে ট্যাক্সি বাদ দিয়ে পাবলিক বাসে ঘুরলে খরচ কিছু কম পড়বে কিন্তু সময় বেশি লাগবে।
কিছু লক্ষণীয়
১. ভারতীয় ভিসাসহ পাসপোর্টের ফটোকপির কয়েক কপি, আর পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে রাখবেন।

২. ন্যাশনাল আইডি কার্ডের দু-তিনটি ফটোকপি। 

৩. চাকরিজীবী হলে NOC (No Objection Certificate) ও স্টুডেন্ট হলে আইডি কার্ডের দু-এক ফটোকপি।

৪. ভুটানে সরকারি ছুটি অনেক বেশি, তাই সরকারি ছুটির লিস্ট দেখে ভ্রমণ প্লান করলে ভালো।

৫. ভুটানে কোথাও কোনো মসজিদ ও মুসলিম রেস্টুরেন্ট আপনার চোখে পড়বে না। ভুটানিজ ভাত, ডাল, সবজি খুবই মজার। তারপরও আপনার প্রয়োজন মনে হলে, বাংলাদেশ থেকেই কিছু, আচার, চাটনি, বিস্কুট নিয়ে যেতে পারেন।

৬. ও হ্যাঁ, আরেকটা কথা, ভুটান শতভাগ ধূমপানমুক্ত দেশ। কিন্তু সবার জন্যই খোলা। কোথাও কোনো সিগারেট কিনতে পাবেন না, ধূমপানের মতো বদভ্যাস থাকলে সিগারেট সঙ্গে করে নিয়ে নেবেন। পরবর্তী সময়ে তা বারে (smoking zone), হোটেলে অথবা পাহাড়ে ধূমপান করতে পারবেন, কিন্তু ধরা পড়লে কোনো কথা নেই, নগদ মোটা অঙ্কের জরিমানা। তবে ধূমপান না করাই ভালো।

৭. নিজস্ব প্রয়োজনীয় ওষুধপত্র বাংলাদেশ থেকেই নিয়ে গেলে ভালো।
ভূটান এ হোটেলে অবশ্যই দামাদামি করে উঠবেন এতে ২০০/৩০০ টাকা প্রতিদিন শুধু হোটেলেই সেভ হবে।
কিছু প্রয়োজনীয় ফোন নাম্বার ও ঠিকানা দেওয়া হলো (যদি কারো প্রয়োজন পরে)
Hotel Choephal Norkye (Thimphu)
Tel: +975 17628400 
এদের ডাবল বেড ১২০০ এবং ত্রিপল বেড ১৫০০ করে। খুবই স্ট্যান্ডার্ড হোটেল।
Yoesel Hotel 2 (Thimphu)
Tel: +975 77399406
+975 17852311
+975 17606447
এদের ডাবল বেড 700 এবং ত্রিপল বেড 900 করে। Moderate service।
Hotel Dragon (Paro)
Tel: +975 8272174
+975 17762628
+975 17320473
এদের ডাবল বেড 1000 এবং ত্রিপল বেড 1300 করে। (This is the best, Bengali foods are available too)

বাতিল হচ্ছে ই-টোকেন পদ্ধতি, পাঁচ বছর মেয়াদী ভিসা দেবে ভারত

প্রতিবছরই বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি মানুষ ভারতে ভ্রমণ করতে পছন্দ করেন, বিশেষ করে দার্জিলিং, কলকাতা, মানালি এবং কাশ্মীর ভ্রমণ প্রবণতা দেখা যায় বাংলাদেশীদের মধ্যে । এজন্য ই-টোকেন করতে গিয়ে অনেকেই হয়রানির শিকার হয়ে থাকেন । যারা নিয়মিত ভারতে যাতায়াত করেন তাদের জন্য সুখবর দিয়েছেন বাংলাদেশে দেশটির দূত হর্ষ বর্ধণ শ্রিংলা।
 
 
তিনি জানিয়ছেন, স্বল্প মেয়াদী ভিসার বদলে পাঁচ বছর মেয়াদী ভিসা দেয়ার চিন্তা করছে তার দেশ। এরইমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।
 
শনিবার মাদারীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হর্ষ বর্ধণ শ্রিংলা এ কথা বলেন। তিনি বলেন, কেবল দীর্ঘ মেয়াদি ভিসা নয়, ভিসা পাওয়ার ক্ষেত্রে ভোগান্তি যেনো কম হয় সে বিষয়টিও নিশ্চিত করবে তার দেশ। শিগগিরই বাতিল করা হবে ভোগান্তির ই-টোকেন পদ্ধতি।
 
প্রতিবছর ভারতে যত দেশ থেকে মানুষ ঘুরতে যায় সংখ্যার বিচারে তারমধ্যে তৃতীয় অবস্থানে বাংলাদেশ। কিন্তু বিপুল সংখ্যক ভ্রমণপ্রত্যাশী ভিসা সংগ্রহ করতে গিয়ে ভোগান্তির শিকার হয়। নানা সময় নানা চেষ্টা করেও এই ভোগান্তি কমানো যাচ্ছে না।
 
তবে হাইকমিশনার বলছেন, ভিসা জটিলতার অবসান হবে শিগগিরই। তিনি বলেন, এখন কোনো ব্যক্তি শুধু একা নয়, গোটা পরিবার নিয়ে যেকোনো কাজের জন্য ভারতে যেতে পারবে। এজন্য এক বছর মেয়াদী নয়, এখন থেকে পাঁচ বছর মেয়াদী ভিসার দেয়ার পদক্ষেপ নেয়া হয়েছে।

ব্যবসা ছাড়ার ঘোষণা ট্রাম্পের

প্রেসিডেন্ট হিসেবে দিনের পুরো সময়টা যুক্তরাষ্ট্রের দেখভালের পেছনে ব্যয় করতে নিজের ব্যবসা ছাড়ার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের দায়িত্ব পালনে যাতে কোনো স্বার্থদ্বন্দ্ব সৃষ্টি না হয় সে জন্যই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বুধবার এক টুইট বার্তায় এ ঘোষণা দিয়েছেন ট্রাম্প। খবর রয়টার্স, এএফপির।
ট্রাম্প টুইট করেছেন, ব্যবসায়িক কর্মকাণ্ড পুরোপুরি ছেড়ে দেওয়ার জন্য আইনি প্রক্রিয়া চলছে। ১৫ ডিসেম্বর নিউইয়র্কে তিনি তার সন্তানদের নিয়ে বিশাল সংবাদ সম্মেলন করতে যাচ্ছেন। আমেরিকাকে আবারও মহান করার উদ্দেশ্যে যাতে তিনি সম্পূর্ণ মনোযোগী হতে পারেন সে জন্য ব্যবসায়িক কর্মকা পুরোপুরি ছেড়ে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে সেখানে। তিনি আরও লিখেছেন, আইনগতভাবে কোনো বাধা না থাকলেও তিনি মনে করেন এটি ছেড়ে দেওয়া গুরুত্বপূর্ণ। 
নির্বাচনী প্রচারের সময় ব্যবসার কারণে প্রেসিডেন্টের দায়িত্ব পালনে কোনো ঝামেলা হবে না বলে দাবি করেছিলেন ট্রাম্প। তারপর থেকেই আইনজীবী ও নৈতিক কাউন্সিলররা তীব্র সমালোচনা করে আসছিলেন ট্রাম্পের। বুধবার (স্থানীয় সময়) সকালে শেষ পর্যন্ত পুরনো সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দিলেন এই আবাসন ব্যবসায়ী।

অক্সিজেনের আগে প্রাণের অস্তিত্ব


এতদিন বিজ্ঞানীরা জানতেন আমাদের এই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব প্রাচীন হলেও অন্তত অক্সিজেনের আবির্ভাবের আগে নয়। কারণ তারা মনে করতেন, কোনো পরিবেশে আর যাই হোক প্রাণের অস্তিত্ব শুরু হওয়ার জন্য আগে থেকেই অক্সিজেনের উপস্থিতি থাকা আবশ্যক। কিন্তু এতদিনের এই ধারণাই যেন পাল্টে দিতে যাচ্ছেন সিনসিনাতি বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। তাদের নতুন গবেষণায় দাবি করেছেন, কয়েকশ' কোটি বছর আগে সম্ভবত অক্সিজেনবিহীন পরিবেশেই প্রাণের বিকাশ হয়েছিল। গবেষণা পত্রিকা জিওলজি অব দ্য জিওলজিক্যাল সোসাইটি অব আমেরিকায় প্রকাশিত তাদের প্রতিবেদনে এ ক্ষেত্রে বেশ শক্তিশালী প্রমাণ পেয়েছেন বলেও দাবি করেছেন বিজ্ঞানীরা। বলা হয়েছে, তারা ২৫২ কোটি বছর আগের একটি ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছেন যেটি সালফারের জারণ ঘটাতে পারে, বা সালফারে অক্সিজেন সংযোগ ঘটাতে পারে। বর্তমানে গভীর সমুদ্রতলে সালফার সমৃদ্ধ এলাকায় পাওয়া যায় এমন একটি এককোষী ব্যাকটেরিয়ার সঙ্গে এর বেশ মিল রয়েছে। তবে গোলাকার প্রাচীন এই ব্যাকটেরিয়াটির দেহাবরণ মসৃণ এবং আজকের দিনের ব্যাকটেরিয়ার চেয় আকারে বড়। দক্ষিণ আফ্রিকা কাপভাল ক্রেটো এবং নর্দান কেপ প্রভিন্স এলাকায় প্রাচীন পাথরে এই প্রাচীন ব্যাকটেরিয়ার ফসিল পাওয়া গেছে। বলা হচ্ছে, এসব ব্যাকটেরিয়া ২৮০ থেকে ২৫০ কোটি বছর আগে সাগরের অন্ধকার তলদেশে বিকাশ লাভ করেছিল।

সূত্র : নেচার ওয়ার্ল্ড, সায়েন্স ডেইলি।

সিরিয়ায় গণহত্যা চলছে ----- জাতিসংঘে বৈঠকের আগমুহূর্তে ফ্রান্স


সিরিয়ায় রুশ বিমান বাহিনীর সহযোগিতায় বাশার বাহিনীর চার মাস ধরে চলমান অবরোধ ও বোমা হামলার মুখে আলেপ্পোতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় গণহত্যা হতে পারে বলে সতর্ক করেছে ফ্রান্স। গতকাল বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আগ মুহূর্তে এ হুঁশিয়ারি দেয় দেশটি। এদিকে মঙ্গলবার জাতিসংঘ জানিয়েছে, হাজার হাজার বাসিন্দা আলেপ্পো ছাড়ার চেষ্টা করলেও কোথায় নিরাপত্তার দেখা মিলবে তা অনিশ্চিত। প্রতিবেশী এলাকাগুলো হয় বিদ্রোহীদের হাতে, নয়তো বাশার বাহিনীর প্রচণ্ড হামলার মুখে। তাই মানবিক বিপর্যয় এড়ানো অসম্ভব হয়ে পড়ছে। খবর ইন্ডিপেনডেন্টের।

জাতিসংঘে নিয়োজিত ফ্রান্সের দূত ফ্রাঁসোয়া দেলাত্রে বলেন, 'বেসামরিক মানুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সম্ভবত সবচেয়ে ন্যক্কারজনক গণহত্যার মুখে পড়তে যাচ্ছে। ফ্রান্স এবং তার অংশীদার দেশগুলো এ পরিস্থিতিতে চুপ করে থাকতে পারে না।' তবে এরই মধ্যে রাশিয়া পাল্টা দাবি করেছে, বাশার বাহিনীর বিমান ও স্থল হামলার কারণেই পূর্ব আলোপ্পো 'মুক্ত' করা সম্ভব হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল আইগর কোনাশেঙ্কো জানান, সাম্প্রতিক বছরগুলোতে পূর্ব আলেপ্পোর অর্ধেক এলাকাই জঙ্গিদের দখলে ছিল, তা সম্পূর্ণ মুক্ত করা সম্ভব হয়েছে। সবচেয়ে বড় কথা, ৮০ হাজার সিরীয় আর দশ হাজারের বেশি শিশু জঙ্গিদের হাত থেকে মুক্ত হয়েছে। অথচ পশ্চিমা প্রতিদ্বন্দ্বীরা শুধু অন্ধভাবে বিস্ময় প্রকাশ করছে। তারা আলেপ্পোর সত্যিকার পরিস্থিতি নিয়ে ভাবছে না। এদিকে আলেপ্পো প্রশ্নে যুক্তরাষ্ট্র নতুন করে সিদ্ধান্ত নেওয়ার আগেই আসাদ বাহিনী তুমুল বোমা হামলা চালিয়ে এলাকা পুনরুদ্ধারে দৃঢ়চিত্ত। টানা হামলার ফলে বলতে গেলে আলেপ্পোর অধিকাংশ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অবরুদ্ধ এলাকা থেকে এক চিকিৎসক জানান, অলিতে-গলিতে সবখানেই এখন শুধু লাশ আর রক্তের দুর্গন্ধ। 
এমন নারকীয় পরিস্থিতিতেও পশ্চিমা শক্তিগুলো চুপ মেরে আছে বলে অভিযোগ করছেন সেখানকার মানবাধিকার কর্মীরা। বিশ্ব খাদ্য কর্মসূচির মুখপাত্র বলেন, ধীরে ধীরে নরকে প্রবেশ করছে আলেপ্পো। চিকিৎসক আবদুল জানান, সেখানকার চিকিৎসা পরিস্থিতি একেবারে ভেঙে পড়েছে। মঙ্গলবার রাতে যারা বোমা হামলায় পড়ে নিহত হয়েছেন, তাদের লাশ এখন দিনের আলোতেও পথেঘাটে পড়ে রয়েছে। আর সাধারণ নাগরিকদের মধ্যে দিনরাত মৃত্যু আতঙ্কের পাশাপাশি সরকারের গোপন পুলিশের নজরদারি ও নির্যাতনের আতঙ্কও তাড়া করছে। সেনা ও পুলিশ বাহিনী তল্লাশি ও জিজ্ঞাসাবাদের মুখে বিদ্রোহী অধ্যুষিত এলাকা থেকে সরকার নিয়ন্ত্রিত এলাকায় যেতে আগ্রহী আড়াই লাখ অসহায় মানুষ আটকা পড়ে আছে। 

আলেপ্পো একসময় দেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা ছিল। দেশের প্রধান এ বাণিজ্যিক এলাকাটির একাংশ সরকার বাহিনীর হাতে। আর এর পূর্ব এলাকা বিদ্রোহীদের হাতে। ২০১২ সাল থেকেই এ অবস্থা চলছে।

জ্বালানি সঙ্কটে ব্রাজিলের ফুটবলারদের বিমান বিধ্বস্ত!


ব্রাজিলের ফুটবলারদের বহনকারী বিমানটি জ্বালানি শেষ হয়ে যাওয়ায় কলম্বিয়ায় বিধ্বস্ত হয়েছিল বলে ফাঁস হওয়া একটি অডিও রেকর্ড থেকে জানা গেছে।
বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এয়ার ট্রাফিক টাওয়ারের ওই অডিও টেপে বিমানের পাইলটকে বৈদ্যুতিক গোলযোগ ও জ্বালানি সঙ্কটের কারণে বারবার বিমান অবতরণের অনুমতি চাইতে শোনা যায়।

এয়ার ট্রাফিক টাওয়ারের সঙ্গে পাইলট তার শেষ কথোপকথনে জানান, তিনি ৯ হাজার ফিট ওপর দিয়ে উড়ছেন।

বিমানটিতে ব্রাজিলের শাপেকোয়েন্সে ফুটবল দলের খেলোয়াড়, কর্মকর্তা এবং ২০ জন সাংবাদিকসহ ৭৭ জন ভ্রমণ করছিলেন; যাদের মধ্যে মাত্র ৬ জন বিমান বিধ্বস্ত হওয়ার পরও প্রাণে বেঁচে গেছেন।

লা মিয়া এয়ারলাইন্সের ফ্লাইটটি থেকে কলম্বিয়ার মেডিন এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে কথোপকথনটি স্থানীয় একটি রেডিও স্টেশনে ফাঁস হয়। এরপর কলম্বিয়ার বেশ কয়েকটি গণমাধ্যমে এটি প্রচার করা হয়

রোহিঙ্গাদের ৯ নৌকা ফেরত পাঠাল বিজিবি


নাফ নদী পার হয়ে সীমান্তের ছয়টি পয়েন্ট দিয়ে কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশকালে রোহিঙ্গা বোঝাই ৯টি নৌকাকে ফেরত পাঠিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার ভোরে তারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী।

তিনি  জানান, ভোরে নাফ নদীর পার হয়ে সীমান্তের ৬টি পয়েন্ট দিয়ে রোহিঙ্গা বোঝাই ৯ নৌকা বাংলাদেশে অনুপ্রবেশ করার চেষ্টা করেছিল। এ সময় বিজিবির টহল দলের সদস্যরা তাদের বাধা প্রদান করে। পরে তাদের ফেরত পাঠানো হয়।

তিনি আরও জানান, যেসব পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা বারবার অনুপ্রবেশ করার চেষ্টা করছে সেসব পয়েন্টে বিজিবির নজরদারি আরও বাড়ানো হয়েছে।

চাঁদপুরে প্রবাসীকে খুনের দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিকের মৃত্যুদণ্ড



চাঁদপুরে প্রবাসীকে খুনের দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিককে সোমবার (২৮ নভেম্বর) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের খুন হওয়া কলমতর গাজীর স্ত্রী শিল্পী বেগম ও তাদের গৃহশিক্ষক কবির গাজী।
খুন হওয়া প্রবাসী যুবক দু’সন্তানের পিতা এবং সে বিষ্ণুপুর গ্রামের কলান্দার বাড়ির ছমির গাজীর ছেলে। খুনের চার দিন নিহতের ভাই লিটন গাজীর চাঁদপুর মডেল থানায় একটি মামলা (নং ১৫, ১১/০৭/২০১৩) দায়ের করে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৭ জুলাই রাতে জলান্দার গাজীকে তার স্ত্রী শিল্পী বেগম ও তার গৃহশিক্ষক কথিত প্রেমিক কবির গাজী মিলে নিজের ঘরে ঘুমের ভেতর কুপিয়ে হত্যা করে। পরেরদিন স্বামী নিখোঁজ বলে সদর মডেল থানায় একটি শিল্পী বেগম জিডি করে।
জিডি সূত্রে নিখোঁজের ৪দিন পর কলন্দার গাজী (৩৮) নামের ওই যুবকের লাশ তার ঘরের গোসলখানার পিছন থেকে মাটি চাপা অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ সেই জিডির সূত্র ধরে এলাকার মানুষের সহায়তায় ১১ জুলাই কবির গাজীকে আটক করে এবং স্বীকারোক্তি অনুযায়ী ওই দিন বিকেলে প্রবাসী কলন্দার গাজীর মৃতদেহ উদ্ধার করে।
ওই রাতেই কলন্দার গাজীর স্ত্রী শিল্পী আক্তারকেও গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর শিল্পী স্বীকার করে সে ও তার কথিত প্রেমিক মিলে স্বামীকে রাত ১ টার দিকে কুপিয়ে হত্যা করে। খুনের ৪ মাস আগে তার স্বামী ছুটিতে সৌদি আরব থেকে বাড়িতে এসেছে। তার কথিত প্রেমিক তাদের ঘরে তার ছেলেকে প্রাইভেট পড়াতো। এক বছর ধরে তাদের পরকীয়া প্রেম চলছিল।

Tuesday, November 29, 2016

তারেক রহমানকে আত্মসমর্পনের নির্দেশ

বিগত তত্ত্ববধায়ক সরকারের আমলে গুলশান, কাফরুল ও শাহবাগ থানায় বিএনপি চেয়ারপারসন ও সাবে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ৩টি এবং কর ফাঁকির ২টি মামলা দায়ের হয়। দীর্ঘদিন মামলাগুলোর ওপর স্থগিতাদেশ ছিল।
মঙ্গলবার এ সংক্রান্ত শুনানিতে মামলাগুলো সচল করতে অনুরোধ জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। তারেক রহমান পলাতক থাকায় তার পক্ষে কোনো আইনজীবী শুনানিতে অংশ নিতে পারেননি। শুনানির পর বিচারপতি কাজী রেজা-উল-হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ মামলাগুলার ওপর স্থগিতাদেশ তুলে নেন।
একই সঙ্গে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেককে এক মাসের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
আইনজীবীরা জানিয়েছেন, এর ফলে এই মামলাগুলো নিম্ন আদালতে চালাতে আইনী বাধা থাকল না।

শরীরের ক্ষতিকর কোলেস্টেরল কমাতে ৭ খাবার

কোলেস্টেরল একধরনের চর্বি। সাধারণত দুই ধরনের কোলেস্টেরল আছে। একটি লো ডেনসিটি লাইপো প্রোটিন (এলডিএল) বা বাজে কোলেস্টেরল এবং অপরটি হাইডেনসিটি লাইপো প্রোটিন (এইচডিএল) বা ভালো কোলেস্টেরল।
শরীরের বাজে কোলেস্টেরল কমাতে কাজ করবে এমন কিছু খাবারের নাম জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগ।
১. ওটমিল
ওটমিলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ আঁশ। এটি বাজে কোলেস্টেরল তৈরি প্রতিরোধ করে।
২. রসুন
রসুনের মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহরোধী উপাদান। কোলেস্টেরল কমাতে রসুন বেশ উপকারী একটি খাদ্য।
৩. বাদাম
বাদামের মধ্যে রয়েছে ভালো পরিমাণের চর্বি। একমুঠো বাদাম, বিশেষ করে ওয়ালনাট বাজে কোলেস্টেরলের পরিমাণ কমায়।
৪. সবজি
সবজির মধ্যে আছে আঁশ। পালং শাক, ব্রকলি, বাজে কোলেস্টেরল তৈরিতে বাধা দেয়।
৫. ফল
কমলা, আঙ্গুর কোলেস্টেরল কমাতে কাজ করে। প্রতিদিন একটি আপেলও কিন্তু কোলেস্টেরল কমাতে কাজে দেয়।
৬. দারুচিনি
দারুচিনি নিয়মিত খাদ্যতালিকায় রাখুন। বিশেষত শীতের সময়। এটি রক্তের ক্ষতিকর কোলেস্টেরলের সঙ্গে লড়াই করে।
৭. পেঁয়াজ
পেয়াঁজের মধ্যে রয়েছে কিউরেকটিন। এটি ক্ষতিকর কোলেস্টেরল কমায়। প্রতিদিন একটি কাঁচা পেঁয়াজ সালাদের সঙ্গে রাখতে পারেন।

কক্সবাজারে রোহিঙ্গাবাহী ৫ নৌকা ফেরত


কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদের তিনটি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় রোহিঙ্গা মুসলমানদের বহনকারী পাঁচটি নৌকা মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত সময়ে নৌকাগুলো ফেরত পাঠানো হয়।
বিজিবির ভাষ্য, প্রতিটি নৌকায় ১০ থেকে ১২ জন রোহিঙ্গা মুসলমান ছিল।
টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার আবু জার আল জাহিদ জানান, টহল জোরদার আছে। রোহিঙ্গারা যাতে অনুপ্রবেশ না করতে পারে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে, কক্সবাজার বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানিয়েছেন, আজ ভোরে উখিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় চার রোহিঙ্গাকে আটক করে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।

ব্রা‌জিল ফুটবল দ‌লের বিমান বিধ্বস্ত : বাংলাদেশের বিরোধী দলের নেতা খা‌লেদার শোক


কলম্বিয়ার মেদেইনে ব্রাজিলের একটি ফুটবল ক্লাবের খেলোয়াড়দের বহনকারী উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।


মঙ্গলবার এক শোকবার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন, ‘বিমান বিধ্বস্ত হয়ে ব্রাজিলের ফুটবল ক্লাবের খেলোয়াড়, অন্যান্য দেশের যাত্রী ও ক্রুসহ ৭৬ জনের হৃদয়স্পর্শী মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি।’

তি‌নি ব‌লেন,  ‘এ ধরনের অপ্রত্যাশিত বিমান দুর্ঘটনায় অসংখ্য মানুষের প্রাণহানিতে ব্রাজিল সরকার, সেদেশের জনগণ ও শোকবিহ্ববল পরিবারগুলোকে সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি অন্যান্য দেশের যেসব নাগরিক নিহত হয়েছেন সেসব দেশেরও সরকার, জনগণ ও তাদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি।’

খা‌লেদা জিয়া বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি এবং বিধ্বস্ত বিমান থেকে উদ্ধারকৃত কয়েকজন গুরুতর আহতদের আশু সুস্থতা কামনা করেন।

অপর এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রাজিলের ফুটবল ক্লাবের খেলোয়াড় ও অন্যান্য দেশের যাত্রী বহনকারী বিমান বিধ্বস্ত হয়ে ৭৬ জনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘এই হৃদয়বিদারক মৃত্যুর খবরে আমি আন্তরিকভাবে ব্যথিত ও মর্মাহত হয়েছি। আমি নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জানাচ্ছি।’

শোকাহত ফুটবল বিশ্ব

ব্রাজিলের ফুটবলারদের নিয়ে বিমান কলম্বিয়ায় বিধ্বস্ত হওয়ার পর শোকাহত বিশ্ব ফুটবল ও ক্রীড়া জগত। বিশ্বের নাম করা ক্রীড়াবিদেরা এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তাদের মনের কথা। তারই এক অংশ তুলে ধরা হল পাঠকদের সামনে।
 
নেইমার
 
অবিশ্বাস্য ট্রাজেডি। বিশ্বাস করতে পারছি না বিমনাটি বিধ্বস্ত হয়েছে, বিশ্বাস করতে পারছি না খেলোয়াড়রা ঐ বিমানটিতে ছিল, বিশ্বাস করতে পারছি না প্রিয় মানুষগুলো তাদের পরিবারকে ছেড়ে চলে গেছেন। এত নিষ্ঠুরতা কীভাবে সম্ভব! বিশ্ব আজ শোকাস্তব্ধ; কিন্তু চ্যাম্পিয়নদের গ্রহণ করতে পেরে শুভ্র নীলাকাশ গর্বিত। সকল পরিবার এবং বন্ধুদের প্রতি সমবেদনা।
 
জিয়ান্নি ইনফান্তিনো
 
কঠিন সময়ে নিহত, তাদের পরিবারের এবং বন্ধুদের প্রতি সমবেদনা।
 
ইকার ক্যাসিয়াস
 
শাপেকোয়েনস খেলোয়াড়দের বহনকারী বিমানটি বিধ্বস্ত হওয়ায় গভীরভাবে শোকাহত। ফুটবল বিশ্বের জন্য বিষাদময় একটি দিন। শক্ত এবং সাহসী হও বন্ধুরা।
 
 
ওয়েন রুনি
 
সকালে উঠে বিদঘুটে অন্ধকারে নিমজ্জিত হলাম। শাপেকোয়েনস, তাদের পরিবার এবং বন্ধুদের প্রতি সমবদেনা।
 
 
মাইকেল বালাক
 
শান্তিতে ঘুমাও প্রিয় বন্ধুরা! শাপেকোয়েনস, মনে রেখ আমরা কেউ নিরাপদ নই। যেকোনো কিছু ঘটতে পারে। তাই শক্ত হও। প্রিয়জনকে শুধু বল, আমি তোমায় ভালোবাসি।

নিহত খেলোয়াড়দের জন্য ব্রাজিলে শোক


ব্রাজিলের শাপেকোয়েন্সে ক্লাবটি তাদের ইতিহাসের সবচাইতে বড় ম্যাচ দক্ষিণ আমেরিকার ক্লাব কাপের ফাইনাল খেলতে যাচ্ছিল। কিন্তু বিমান দুর্ঘটনার পর দলের মাত্র তিনজন খেলোয়াড় বেঁচে আছেন গুরুতর আঘাত নিয়ে। বিবিসির খবরে বলা হয়, কিংবদন্তি ফুটবলার পেলে এবং ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, দিনটি ফুটবলের জন্য এক শোক সন্তপ্ত দিন। ছোট্ট সান্তা ক্যাটারিনা শহরের এই ক্লাবটির হাজার হাজার ভক্ত গায়ে দলের জার্সি জড়িয়ে শহরের স্টেডিয়ামে জড়ো হয়েছেন। ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আইভান তোজ্জো বলেছেন, পুরো শহর অনেক বড় কিছু হারিয়েছে।
তিনি বলেছেন, মাত্র দুই লক্ষ লোকের শহর সান্তা ক্যাটারিনার সকল অধিবাসী কোননা কোন ভাবে এই ক্লাবটির সাথে জড়িয়ে আছে। শহরের সবাই ক্লাবটিকে ভালবাসে। দলটি যখন খুব ভাল করছিল ঠিক তখনই খেলোয়াড়দের এমন মৃত্যু সবার জন্যেই বিশাল বিপর্যয়ের খবর। শাপেকোয়েন্সে দলটি দক্ষিণ আমেরিকান ক্লাব ফুটবলের ফাইনাল খেলার জন্য কলম্বিয়ার মেডেইন শহরে যাচ্ছিল। শহরটির বাইরে একটি পার্বত্য এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়ে ৭৭ জন যাত্রীর ৭১ জনই নিহত হয়েছে।
স্থানীয় সময় সোমবার রাত সোয়া দশটার দিকে মেডেইন বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারকে বৈদ্যুতিক ত্রুটির কথা জানান বিমানের পাইলট। এর পরই বিমানটির সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বার্সেলোনা তারকা লিওনেল মেসি ও নেইমার, ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েইন রুনি নিহত খেলোয়াড়দের প্রতি সম্মান জানিয়েছেন। ব্রাজিলে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।
ফাইনাল খেলা যখন হওয়ার কথা ছিল ঠিক তখন দলের সকল ভক্তকে মাঠে সাদা কাপড় পরে এসে সম্মান জানানোর আহ্বান জানিয়েছে দলের কর্মকর্তারা। ক্লাবটি যাত্রা শুরুর আগে দলের কোচ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে তিনি বলছিলেন, দলটির জন্য কতটা গুরুত্বপূর্ণ এই ম্যাচ। তবে সেই ম্যাচ খেলা না হলেও শাপেকোয়েন্সে ক্লাবটিকে সম্ভবত জয়ী ঘোষণা করা হচ্ছে।

হাইতিতে প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচনে মোইজি বিজয়ী


হাইতির প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচনে ব্যবসায়ী জোভেনাল মোইজি বিজয়ী হয়েছেন। তিনি দেশের সাবেক প্রেসিডেন্ট মাইকেল মার্টলি সমর্থিত প্রার্থী। 
 
সোমবার সরকারি প্রাথমিক ফলাফল থেকে একথা জানা যায়। প্রভিশনাল ইলেক্টোরাল কাউন্সিল প্রধান উদার অ্যান্টোনি জানান, মোইজি বিরোধী দল এলএপিইএইচ’র প্রার্থী জুদ সেলেস্টিনের চেয়ে এগিয়ে রয়েছে। এ নির্বাচনে মোইজি ৫৫.৬৭ শতাংশ ভোট পেয়েছেন। অপরদিকে বিরোধী দলীয় প্রার্থী সেলেস্টিন ১৯.৫২ শতাংশ ভোট পান।
 
এছাড়া নির্বাচনে তৃতীয় স্থানে থাকা প্রার্থী জিয়ান চার্লেস ১১.০৪ শতাংশ এবং চতুর্থ স্থানে থাকা প্রার্থী মারিজ নার্সিজ পেয়েছেন মাত্র ৮.৯৯ শতাংশ ভোট। হাইতির নির্বাচনে যে প্রার্থী অর্ধেকেরও বেশী ভোট পান তাকে বিজয়ী হিসেবে বিবেচনা করা হয়। এএফপি।

ফুটবল টিমের বিমান দুর্ঘটনায় ব্রাজিলে তিন দিনের শোক


কলম্বিয়ায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ব্রাজিলের শীর্ষস্থানীয় ফুটবল টিম শাপেকোয়েন্সের খোলোয়াড় ও কর্মকর্তাসহ ৭৫ জনের প্রাণহানির ঘটনায় ব্রাজিল সরকার তিনদিনের শোক ঘোষণা করেছে।
 
মঙ্গলবার ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল তেমের এ শোক ঘোষণা করেন। 
 
কর্মকর্তা জানান, ভাড়া করা ওই বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত ৭৫ জন নিহত হওয়ার খবর জানা গেছে। ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ব্রাজিলের সাও পাওলোর এ বিমানটি কলম্বিয়ার মেডেলিন শহরের কাছে সোমবার দিবাগত রাতে নয় ক্রুসহ ৮১ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়।

ফুটবল টিমের বিমান দুর্ঘটনায় ব্রাজিলের তিন দিনের শোক

কলম্বিয়ায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ব্রাজিলের শীর্ষস্থানীয় ফুটবল টিম শাপেকোয়েন্সের খোলোয়াড় ও কর্মকর্তাসহ ৭৫ জনের প্রাণহানির ঘটনায় ব্রাজিল সরকার মঙ্গলবার তিনদিনের শোক ঘোষণা করেছে।
ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল তেমের এ শোক ঘোষণা করেন।
কর্মকর্তা জানান, ভাড়া করা ওই বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত ৭৫ জন নিহত হওয়ার খবর জানা গেছে।
ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ব্রাজিলের সাও পাওলোর এ বিমানটি কলম্বিয়ার মেডেলিন শহরের কাছে সোমবার দিবাগত রাতে নয় ক্রুসহ ৮১ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়।
 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates