ফুটবল বিশ্বের সম্রাট ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে; একসময় ফুটবল মাঠে যার ক্ষিপ্র পদচারণায় প্রতিপক্ষের বুকে কাঁপুনি ধরিয়ে দিত তিনি এখন বয়সের ভারে ন্যুজ্ব। ওয়াকার ছাড়া হাঁটতে পারেন না ফুটবল সম্রাট। যে কারণে তার পায়ে অস্ত্রোপচার করতে হয়েছে। অস্ত্রোপচারের পর সুস্থতার পথেই আছেন পেলে।
অস্ত্রোপচারের পর থেকেই হাঁটাচলায় জড়তা কাটানোর জন্য মেটাল ওয়াকার নিয়ে হাঁটাচলা করছেন পেলে। সঙ্গে পরছেন বিশেষ ধরনের জুতো।
পেলের এজেন্ট জানিয়েছেন, “উনি বিশেষ ধরনের ওয়াকার নিয়ে হাঁটাচলার ব্যবস্থা করতে বলেছিলেন। অস্ত্রোপচারের পর থেকেই তাঁর হাঁটাচলায় জড়তা এসে যায়। এখনও তার বাঁ-হাঁটুর সমস্যা রয়ে গিয়েছে। সেইসঙ্গে ডানহাঁটুতেও মাঝেমধ্যে যন্ত্রণা হয়।”
তবে আশার ব্যাপার হলো, ওয়াকার নিয়ে এখন দিব্যি বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে পারছেন পেলে। অবসর নেওয়ার অনেক বছর পরও পেলে ফুটবল বিশ্বে মহাগুরুত্বপূর্ন একজন ব্যক্তিত্ব। তার সুস্থতার অপেক্ষায় বিশ্বের ফুটবলপ্রেমীরা।
No comments:
Post a Comment