রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের এক হাজারেরও বেশি বাড়ি আগুন দিয়ে পুড়িয়েছে মিয়ানমার। এ কথা জানিয়েছেন হিউম্যান রাইটস ওয়াচ-এইচআরডব্লিউ। সোমবার ( ২১ নভেম্বর) ওয়াশিংটন ভিত্তিক মানবাধিকার সংস্থাটি স্যাটেলাইটে পাওয়া প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে এ দাবি জানায়।
এর আগে মিয়ানমার কর্তৃপক্ষ রোহিঙ্গাদের বাড়িতে আগুন দেয়ার খবর নাকচ করে দিলেছিল। গত ৯ অক্টোবর রাখাইনের বাংলাদেশ সীমান্ত সংলগ্ন রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় মিয়ানমারের সীমান্তরক্ষী পুলিশের উপর অজ্ঞাত পরিচয়ধারীরা হামলা করে। এরপর থেকে ওই এলাকাটি ঘিরে ফেলে রোহিঙ্গাদের ঘরে ঘরে অভিযান চালাচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী, সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ। অভিযানকালে এ পর্যন্ত ৩০ হাজার রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
সংস্থাটি বলছে, রোহিঙ্গাদের গ্রাম অবরোধ করে চালানো সেনা অভিযানকালে সর্বমোট এক হাজার ২৫০টি ভবন গুড়িয়ে দেয়া হয়েছে।এদিকে রোহিঙ্গা নির্যাতনের অভিযোগ অস্বীকার করায় নোবেলজয়ী অং সান সুচির সরকারের সমালোচনা করেছেন এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের পরিচালক ব্রাড অ্যাডামস। তিনি বলেছেন, মিয়ানমারের আগের স্বৈর শাসনামলের মতো দোষারোপ এবং অস্বীকার করার পরিবর্তে বর্তমান সরকারের উচিত ঘটনা প্রবাহের দিকে চোখ রাখা।
Monday, November 21, 2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment