Saturday, November 26, 2016
কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো আর নেই।
কিউবার সমাজতান্ত্রিক বিপ্লবে নেতৃত্ব দেওয়া দেশটির সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো আর নেই।
স্থানীয় সময় শুক্রবার রাতে রাজধানী হাভানায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে রাষ্ট্রীয় টেলিভিশনে এক ঘোষণায় জানিয়েছেন তার ছোট ভাই কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। তার বয়স হয়েছিল ৯০ বছর। খবর বিবিসি ও এএফপির
টেলিভিশনে দেওয়া ঘোষণায় রাউল কাস্ত্রো বলেন, 'কিউবা বিপ্লবের সর্বাধিনায়ক আজ (শুক্রবার) রাত ১০ টা ২৯ মিনিটে মারা গেছেন।'
প্রায় অর্ধশতক ধরে একদলীয় রাষ্ট্র হিসেবে কিউবা শাসন করেন ফিদেল কাস্ত্রো। স্বাস্থ্যগত কারণে ২০০৮ সালে ছোট ভাই রাউল কাস্ত্রোর হাতে ক্ষমতা ছেড়ে দেন এই বিপ্লবী।
তার সমর্থকরা মনে করে, ফিদেল কাস্ত্রো কিউবাকে সাধারণ মানুষের কাছে ফিরিয়ে দিয়েছেন। তবে তার বিরোধীরা বরাবরই বিরোধী মত দমনের অভিযোগ তুলেছেন তার বিরুদ্ধে।
সর্বশেষ গত এপ্রিলে কিউবার কমিউনিস্ট পার্টির কংগ্রেসের সমাপনী দিনে ফিদেল কাস্ত্রো জনসম্মুখে বক্তব্য দেন
।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment