ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল টিমারের বিরুদ্ধে এক মন্ত্রীকে দুর্নীতিতে সম্পৃক্ত করতে প্ররোচনার অভিযোগ পাওয়া গেছে।
প্রেসিডেন্ট তার নিজস্ব ব্যবসা সংশ্লিষ্ট ব্যাপারে এক মন্ত্রীকে সহায়তর জন্য সাবেক সংস্কৃতি মন্ত্রী মার্সেলো কেলেরোকে ওই প্ররোচনা দিয়েছিলেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
সাবেক ওই মন্ত্রী বলেছেন, প্রেসিডেন্ট টিমার তাকে অন্য মন্ত্রিদের নিজস্ব ব্যবসায়িক চুক্তির ব্যাপারে সাহায্য করার জন্য চাপ দিয়েছিলেন।
প্রেসিডেন্ট তাকে ঐতিহাসিক সালভাদরে বিলাসবহুল বাড়ি নির্মাণের অনুমতি দিতে বলেছিলেন বলেও দাবি সাবেক এই সংস্কৃতি মন্ত্রীর।
গত সপ্তাহে পদত্যাগ করা কেলেরো প্রেসিডেন্টের ওই পরিকল্পনা ভেস্তে দেন বলে জানালেও প্রেসিডেন্ট টিমার এ অভিযোগ অস্বীকার করেছেন।
বিবিসি বলছে, সম্প্রতি প্রেসিডেন্ট টিমার দেশকে দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার করেছেন। কিন্তু এরই মধ্যে দুর্নীতির অভিযোগে তিন মন্ত্রীকে হারাতে হয়েছে তার।
এর কিছুদিন আগে সালভাদরের বাহিয়া অঙ্গরাজ্যে সম্পত্তি কেনার এক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন সরকারের সচিব গেডেল ভেইরা লিমা।
ক্ষমতা গ্রহণের ছয় মাসের মাথায় দ্বিতীয়বারের মতো বড় ধরনের দুর্নীতির অভিযোগ উঠল টিমার সরকারের বিরুদ্ধে। অবশ্য বর্তমান প্রেসিডেন্ট পদের বৈধতা নিয়ে এখনও অনেকের মনে রয়েছে নানা প্রশ্ন। এবার অভিযুক্ত অন্য কেউ নয়, প্রেসিডেন্ট নিজেই।
No comments:
Post a Comment