তীব্র ও দীর্ঘস্থায়ী খরার কারণে বলিভিয়ার তিন অঞ্চলের স্কুলে নির্ধারিত সময়ের দুই সপ্তাহ আগেই শিক্ষাবর্ষ শেষ করা হয়েছে।
বুধবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লাপাজের সবচেয়ে বড় জলাধারটিও প্রায় শুকিয়ে গেছে। খরার কারণে সেখানকার এক লাখ ২৫ হাজারেরও বেশি পরিবার প্রভাবিত হতে পারে। কিছু সম্প্রদায় প্রত্যক তিন দিনে একবার পানি সংগ্রহ করতে পারছে।
দেশটির প্রেসিডেন্ট ইভো মোরালেস সোমবার জাতীয় জরুরি অবস্থা জারি করেছে।
পানির সরবরাহ এতটাই সীমিত যে বেশিরভাগ মানুষ শুধু পানি পান করতে পারছে। কিন্তু গোসল কিংবা কাপড় ধুতে পারছে না।
একটি স্কুলের পরিচালক রোসিও লাজার্তে বলেছেন, পানির সরবরাহ ছাড়াই আমরা তিন সপ্তাহের বেশি সময় অতিবাহিত করছি।
সম্প্রতি লাপাজে পানি সরবরাহের জন্য দেশটিকে ‘ওয়াটার কেবিনেট’ সৃষ্টি করা হয়। সেখানে পানি সরবরাহের জন্য বিশাল লাইন হয়ে যেত। পানির সমস্যা দূর করার জন্য ওয়াটার কেবিনেট প্রযুক্তিগত উপদেশসহ আন্তর্জাতিক সাহায্য চেয়েছে বলে লা র্যাজোনের প্রতিবেদনে বলা হয়েছে।
No comments:
Post a Comment