মার্কিন প্রেসিডেনশিয়াল নির্বাচনে লাখ লাখ অবৈধ ভোট পড়েছে বলে দাবি করেছেন জয়ী হওয়া ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইলেক্টোরাল ভোটের পাশাপাশি পপুলার ভোটেও আমি জয় পেয়েছি। কিন্তু অবৈধ ভোটের কারণে পপুলার ভোটে হিলারি জয় পেয়েছে।
তিনি আরো জানান, ইলেক্টোরাল ভোটে জয় পেয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট হওয়ায় বিষয়টি নিয়ে কোন প্রমাণ উপস্থাপন করছে না। এদিকে টুইটে ট্রাম্প বলেন, "নির্বাচনে জয় পেতে ইলেক্টোরাল কলেজ ভোটের পরিবর্তে 'পপুলার ভোট' হিসেব করা হত, তাহলে জয় পাওয়া আমার জন্য আরো অনেক সহজ হত। তখন আমাকে ১৫টি রাজ্যের বদলে মোটে ৩-৪টি রাজ্যে প্রচারণা চালালেই হত।'
গ্রিন পার্টির প্রার্থী উদ্যোগে উইসকনসিনে যে ভোট পুনঃগণনার উদ্যোগ হয়েছে, তাতে পরাজিত ডেমোক্রেটিক প্রার্থী মিসেস ক্লিনটনের শিবির সমর্থন দেবার কথা বলবার পর ডোনাল্ড ট্রাম্প এই বক্তব্য দিলেন। উইসকনসিনে খুব সীমিত ব্যবধানে জয় পেয়েছেন ট্রাম্প।
ট্রাম্প এ সময় অভিযোগ করে বলেন ভার্জিনিয়া, নিউ হ্যাম্পশায়ার এবং ক্যালিফোর্নিয়ায় সবচাইতে বেশি ভোট চুরি হয়েছে। কিন্তু মার্কিন মিডিয়া সে বিষয়ে কিছুই বলেনি। বিবিসি।
No comments:
Post a Comment